মধ্যনগরে ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবসে প্রতিবাদ ও আলোচনা সভা

Home Page » সারাদেশ » মধ্যনগরে ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবসে প্রতিবাদ ও আলোচনা সভা
সোমবার ● ২১ আগস্ট ২০২৩


মধ্যনগরে ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবসে প্রতিবাদ ও আলোচনা সভা
বিশেষ প্রতিনিধি, বঙ্গ-নিউজ : ২০০৪ সালে আওয়ামী লীগের জনসভায় নারকীয় গ্রেনেড হামলার প্রতিবাদ ও নিহতদের স্মরণে মধ্যনগরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলটির মধ্যনগর বাজারস্থ অস্থায়ী কার্যালয়ে আজ সোমবার(২১ আগস্ট) বিকাল ৩টায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন তালুকদারের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরিতোষ সরকারে সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আলমগীর খসরু, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ইউপি চেয়ারম্যান রাসেল আহমদ, যুব ও ক্রীড়া সম্পাদক রিপন সরকার,চামরদানী ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক রাধিকা রঞ্জন সরকার নান্টু, বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক মনীন্দ্র চন্দ্র সরকার প্রমুখ।
এ ছাড়া ২০০৪ সালে আওয়ামী লীগের জনসভায় নারকীয় গ্রেনেড হামলার ১৯তম বার্ষিকীতে নিহতদের স্মরণে মধ্যনগর উপজেলার বংশীকুন্ডায় প্রতিবাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২১ আগষ্ট) বিকেল ৫ টায় বংশীকুন্ডা দক্ষিণ ইউপি মিলনায়তনে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক মনীন্দ্র চন্দ্র সরকার। আওয়ামী লীগ ইউনিয়ন শাখার সদস্য শাহজাহান মিয়ার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ইউপি চেয়ারম্যান রাসেল আহমদ, উপজেলা আওয়ামী লীগের সদস্য সাজেদা আহমেদ, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আমানুল্লাহ, যুগ্ম আহবায়ক রবীন্দ্র সরকার পুতুল, স্বেচ্ছাসেবক লীগের ইউনিয়ন শাখার আহবায়ক অমিত হাসান,জেলা ছাত্রলীগের সহসভাপতি নিউটন সরকার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯:১৪:০৮ ● ৩৭১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ