শেখ মুজিব - ইমাম শিকদার

Home Page » সাহিত্য » শেখ মুজিব - ইমাম শিকদার
রবিবার ● ২০ আগস্ট ২০২৩


শেখ মুজিবুর রহমান

টুঙ্গিপাড়া জন্মে ছিল যে ছেলেটি
মনে মনে এঁকেছিল স্বাধীন করবে দেশের মাটি
পরাজয়ের শিকল ভেঙে দেশটি করবে স্বাধীন
তাইতো তোমাকে ভুলবেনা বীর বাঙালী কোনদিন।

১৫ই আগস্ট শোকে গাঁথার মাস
মুজিব পরিবার হায়নার বর্বরতায় হলো সর্বনাশ
মুজিব তোমার শেষ হবেনা ত্যাগেরই দাম
তাইতো বাঙলার ঘরে ঘরে শুনি তোমারই নাম ।

মুজিব মানে জানতে হবে ছয় দফা আন্দোলন
মুজিব মানে জানতে হবে ইয়াহিয়ার শোষণ
মুজিব মানে জানতে হবে পাকিস্তানি স্বৈরশাষন
মুজিব মানে জানতে হবে আগরতলা ষড়যন্ত্র ।

মুজিব মানে জানতে হবে ধানমন্ডির ৩২ নম্বর বাড়ির ছোবল
মুজিব মানে জানতে হবে ১৯৭০ সালের নির্বাচন
মুজিব মানে জানতে হবে ১৯৭১ সালের ১৬ ই ডিসেম্বর
মুজিব মানে জানতে হবে ৭ই মার্চের ঐতিহাসিক ভাষন।

মুজিব মানে ১৮ কোটি বাঙালির মা মাটি হ্নদয়ের স্পন্দন
মুজিব মানে রেসকোর্স ময়দানের সেই বজ্রধ্বনি
মুজিব মানে সারা বাংলার অবিসংবাদিত নেতা তুমি
মুজিব মানে টুঙ্গিপাড়ার চিরনিদ্রায় শায়িত সেই ছেলেটি।

বাংলাদেশ সময়: ১৫:৫৬:২১ ● ৮২৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ