নিজের জন্মদিনে মানুষের ভালবাসা নিয়ে শামীমা বেগমের কবিতা ‘ ভালবাসায় ঋদ্ধ ও ঋণী এই আমি’

Home Page » সাহিত্য » নিজের জন্মদিনে মানুষের ভালবাসা নিয়ে শামীমা বেগমের কবিতা ‘ ভালবাসায় ঋদ্ধ ও ঋণী এই আমি’
শনিবার ● ১৯ আগস্ট ২০২৩


 শামীমা বেগম ( ডি আই জি পি)

ভালবাসায় ঋদ্ধ ও ঋণী
এই আমি
অনাদি কালের পথ ধরে হেটে আসা
এ পৃথিবীর কোলে
আমি এক আদি ক্ষুদ্র
মানব সত্তা।
কোন এক রিমঝিম বরষার রাত্রিতে
অথবা হিমশীতল কুয়াশার ভোরে,
বসন্ত পল্লব পুষ্পে ভরা
এ ধরণীর বুকে স্রষ্টার আশীর্বাদে
আর বাবা মায়ের ভালবাসার
নিভৃত আকাংখার
নির্যাসে আমার আগমন
এ ধূলার ধরণীর বুকে।
অত:পর সবার অতল স্নেহ ভালবাসায়,
মমতার অপার বন্ধনে
এ জীবন আমার নিত্য সিক্ত
সময়ের অবিরাম যাত্রায়।
অনিঃশেষ তোমাদের সকলের
অবিরাম ভালবাসায়
শুভ কামনায়
আমার ঋণ অপরিমেয়
শোধহীন তোমাদের
সবার কাছে সদা শর্তহীন।
ভালবাসার কাঙাল
এ মন আমার ঋদ্ধ প্রতিক্ষণ
তোমাদের অবারিত
শুভেচ্ছা বারতায়
আর মঙ্গল কামনায়।
সময়ের হাত ধরে এ ধরণীর বুকে
স্বপ্ন সারথীরা তাই আমার
অবিরাম করে আসা যাওয়া।
জন্মতিথি, শবযাত্রা,আশা নিরাশা,
সুখ দুঃখের ক্রমিক পদযাত্রার
এই মায়াময় জীবন আমাদের।
বিবর্তনের এই ক্রমিক পালাক্রমে
ধ্বনিত হোক, কল্যাণের বারতা
মানবতার জয় গান।
মঙ্গল আলোয় উদ্ভাসিত
হোক মানুষের জয়যাত্রা।
আজ এ বেলায় আমার
হৃদয়ের গহীন হতে এ প্রার্থনা
সৃষ্টি ও স্রষ্টার অপার স্নেহ ছায়াতলে
মুছে যাক সকল ভেদাভেদ,
বঞ্চনা ও রিক্ত সকল যাতনা।
এ দিন হোক শুধু কল্যাণ কামনার ।
পুঞ্জীভূত সব কুহেলিকা সরিয়ে
আশাময় জীবনের কাংখিত
স্বপ্ন আর গল্প রচনার!
কৃতজ্ঞতায়
শামীমা
(১৮ই আগস্ট বাংলাদেশ পুলিশের ডি আই জি শামীমা বেগমের শুভ জন্মদিনে বঙ্গনিউজ বিডিসি চ্যানেল পরিবারের পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা স্বরূপ তাঁরই লেখা দিয়ে শ্রদ্ধা ও ভালবাসা জ্ঞাপন )

বাংলাদেশ সময়: ১৫:২৫:০৭ ● ৬০২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ