‘হিমালয় দর্শন’ - দিলু রোকিবা

Home Page » সাহিত্য » ‘হিমালয় দর্শন’ - দিলু রোকিবা
শনিবার ● ১৯ আগস্ট ২০২৩


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

তুমি তো সেই আবুল ফজলের লড়াকু সৈনিক, নির্মলেন্দুর কবি, নজরুলের দুর্গমগিরী কান্তার মরু,আর
নিউজ উইকের পোয়েট
অব পলিটিকস•••।
জনকের নাম যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,
চোখের সামনে ভেসে ওঠে মননে ঐ সাত মার্চের সাইরেনের অমর ভাষণ দান।
তুমি ভালোবাসলে তোমার মানুষকে ,এটা তোমার বড়ো গুণ।
বড্ড বেশী ভালোবেসেছিলে —
—- এটাই নাকি নির্গূণ!
বলে দিয়েছিলে তুমি
স্বাধীনতার চারটি রক্ষা কবচ আছে ,
মাতৃভাষা, নজরুল ইসলাম ,রবীন্দ্রনাথ, ও একুশে ফেব্রুয়ারি।
চারটি রক্ষা কবচেই মিশে আছে এই ছাপ্পান্ন হাজার বর্গমাইলের লাল সবুজের জমিনের মানচিত্রে একাকার হয়ে।
তোমার বুলেট বিদ্ধ বাসগৃহ এর মাঝেই হয়ে গেছে
গণমানুষের স্মারক চিহৃস্থান ।
আজ তুমি ইতিহাসের পাতায় আছো গেঁথে

আর এই প্রজন্ম শিশুদের কাছে সকল শোককে শক্তিতে রূপান্তরিত করাই এই হোক দৃঢ় অঙ্গীকার জাতীয় শোক দিবসের বিষাদগাঁথা পদাবলীর সাতকাহান ••••।
চির জাগরুক অক্ষয় - অমর অম্লান•••।

বাংলাদেশ সময়: ১:১০:১৮ ● ৫৫৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ