তুমি তো সেই আবুল ফজলের লড়াকু সৈনিক, নির্মলেন্দুর কবি, নজরুলের দুর্গমগিরী কান্তার মরু,আর
নিউজ উইকের পোয়েট
অব পলিটিকস•••।
জনকের নাম যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,
চোখের সামনে ভেসে ওঠে মননে ঐ সাত মার্চের সাইরেনের অমর ভাষণ দান।
তুমি ভালোবাসলে তোমার মানুষকে ,এটা তোমার বড়ো গুণ।
বড্ড বেশী ভালোবেসেছিলে —
—- এটাই নাকি নির্গূণ!
বলে দিয়েছিলে তুমি
স্বাধীনতার চারটি রক্ষা কবচ আছে ,
মাতৃভাষা, নজরুল ইসলাম ,রবীন্দ্রনাথ, ও একুশে ফেব্রুয়ারি।
চারটি রক্ষা কবচেই মিশে আছে এই ছাপ্পান্ন হাজার বর্গমাইলের লাল সবুজের জমিনের মানচিত্রে একাকার হয়ে।
তোমার বুলেট বিদ্ধ বাসগৃহ এর মাঝেই হয়ে গেছে
গণমানুষের স্মারক চিহৃস্থান ।
আজ তুমি ইতিহাসের পাতায় আছো গেঁথে
আর এই প্রজন্ম শিশুদের কাছে সকল শোককে শক্তিতে রূপান্তরিত করাই এই হোক দৃঢ় অঙ্গীকার জাতীয় শোক দিবসের বিষাদগাঁথা পদাবলীর সাতকাহান ••••।
চির জাগরুক অক্ষয় - অমর অম্লান•••।