মুজিব আদর্শ পল্লীতে শোক দিবস পালন করলেন ভানু

Home Page » সারাদেশ » মুজিব আদর্শ পল্লীতে শোক দিবস পালন করলেন ভানু
মঙ্গলবার ● ১৫ আগস্ট ২০২৩


---স্টাফ রিপোর্টার,বঙ্গ-নিউজ:সুনামগঞ্জ -১ আসনের মনোনয়ন প্রত্যাশী ও সাবেক যুগ্ম সচিব বিনয় ভূষণ তালুকদার ভানু জাতীয় শোক দিবস উপলক্ষে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের মুজিব পল্লীতে সাধারণ মানুষদের  সাথে নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করছেন।


এই সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর  রহমানের ১৯৭৫ সালের ১৫ ই আগষ্ট নিহত সকল সদস্যদের স্মৃতিচারণ করেন এবং বঙ্গবন্ধু তনয়া জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের চিত্র তুলে ধরেন আবারও শেখ হাসিনাকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত করার আহ্বান জানান। এছাড়াও ৫০০ জনের মধ্যে উন্নতমানের খাবার বিতরণ করেন।

উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রবীর বিজয় তালুকদার, সজল কান্তি সরকার, সেলবরষ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তরিকুল আলম, কৃষকলীগের সভাপতি চন্দন তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সদস্য বিকাশ রঞ্জন তালুকদার, যুবলীগ নেতা চয়ন তালুকদারসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ১৭:২৯:৩৭ ● ৩৪৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ