আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণ, ৬ জন দগ্ধ

Home Page » প্রথমপাতা » আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণ, ৬ জন দগ্ধ
রবিবার ● ১৩ আগস্ট ২০২৩


ফাইল ছবি

 বঙ্গ-নিউজঃ  আশুলিয়ার শ্রীপুরের একটি টিনশেড ঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই নারীসহ ছয়জন দগ্ধ হয়েছেন। তাদেরকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। শনিবার (১২ আগস্ট) দিনগত রাতে সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন—মো. সাদিকুল (২৮), হাসিম আলি (৪০), সাবিনা বেগম (৪০), নজরুল ইসলাম (৪৫), মহসিন (২৭) ও কমলা বেগম (৫০)।

স্থানীয়রা জানান, রাত সাড়ে ৮টার দিকে রান্না করার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার লিক হয়ে বিস্ফোরণ ঘটে। এতে আগুনে লেগে গেলে দগ্ধ হন পাশাপাশি লাগোয়া কয়েকটি ঘরের বাসিন্দারা। রাতে গুরুতর আহত অবস্থায় দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।

কর্তব্যরত চিকিৎসক ডা. তরিকুল ইসলাম বলেন, ‘দগ্ধদের অবস্থা গুরুতর। তাদের চিকিৎসা চলছে।’

আজ রোববার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন আশুলিয়া থানার উপপরিদর্শক নুরুল ইসলাম। তিনি বলেন, ‘দগ্ধদের মধ্যে দুজন নারী রয়েছেন। তারা একাধিক পরিবারের সদস্য। কীভাবে এই ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।’

বাংলাদেশ সময়: ১২:২০:০৪ ● ২৩৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ