বাসনা -হাসান মিয়া

Home Page » সাহিত্য » বাসনা -হাসান মিয়া
বুধবার ● ৯ আগস্ট ২০২৩


বাসনা
হাসান মিয়া

এমন বর্ষা বাদল দিনে
স্নিগ্ধ শীতল কোমল বাতাসে
পিচ ঢালা রাস্তার উপরে
দাঁড়িয়ে থাকুক কেউ অপেক্ষায়
তুমি কি তা চাও?
তাহলে দাঁড়িয়ে থাকবো আমি
তোমার বাসার সামনে
এক সিন্ধু ভালোবাসা নিয়ে
কোন এক বর্ষণমুখর দিনে।
তুমি কি আসবে একটি ছাতা নিয়ে?
এই বর্ষায় হাটবো দু-জনে।
একটু আধটু ভিজে ভিজে
বয়ে যাওয়া বৃষ্টির জল
কাদামাখা পায়ের তল
মুছবো দুর্বা ঘাসে
রইলাম বাসনা বিলাসে।

হাসান মিয়া

বাংলাদেশ সময়: ১:৩৪:১২ ● ৬১৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ