বঙ্গ-নিউজ: তাসকিন বললেন, মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরষ্কার গ্রহন অত্যন্ত গর্বের। বল হাতে বাইশ গজে ছুটে চলছেন তাসকিন আহমেদ। নিজেকে প্রতিনিয়ত ছাড়িয়ে যাওয়া তাসকিন এবার পেয়েছেন শেখ কামাল ক্রীড়া পুরস্কার।
দেশের ক্রীড়াঙ্গনের সর্বোচ্চ স্বীকৃতি জাতীয় ক্রীড়া পুরস্কার। এরপরই জায়গা করে নিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার। কিন্তু কিছু অনিবার্য কারণে স্থগিত হয়ে যায় পুরস্কারটি। দুই বছর আগে সেটি আবার শুরু হলেও নাম বদলে রাখা হয় শেখ কামাল ক্রীড়া পুরস্কার।
বঙ্গবন্ধু শেষ মুজিবুর রহমানের পুত্র শেখ কামালের নামে ঘোষিত এই পুরস্কার প্রদান করে থাকেন দেশের অন্যতম সফল ক্রীড়া সংগঠনটি। শেখ কামালের জন্মদিনে তৃতীয় বারের মতো পুরস্কার প্রদান করলেন সংগঠনটি। তাসকিন আহমেদসহ মোট ৮ জন ক্রীড়া ব্যক্তিত্ব ও ২টি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করেন তারা।
আজ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে পুরস্কার গ্রহন করেন বিজয়ীরা। অনুষ্ঠানে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় এক লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননা সনদ।
বাংলাদেশ জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ ছাড়াও নারী ফুটবলার সাবিনা খাতুনও জেতেন পুরস্কার।
বিজয়ীদের নাম ও ক্যাটাগরি:
আজীবন সম্মাননা - আবদুস সাদেক (হকি)
• খেলোয়াড় - তাসকিন আহমেদ (ক্রিকেট), সাবিনা খাতুন (ফুটবল) ও জিয়ারুল ইসলাম (ভারোত্তোলক)
• উদীয়মান খেলোয়াড় - মুহতাসিন আহমেদ হৃদয় (টেবিল টেনিস) ও আমিরুল ইসলাম (হকি)
• ক্রীড়া সাংবাদিক - খন্দকার তারেক মো. নুরুল্লাহ
• ক্রীড়া ধারাভাষ্যকার - আতাহার আলী খান
এছাড়াও ক্রীড়া সংগঠক হিসেবে পুরস্কার পান মালা রানী সরকার ও ফজলুল ইসলাম।