রায় ঘোষণা; গ্রেপ্তার হলেন ইমরান খান

Home Page » জাতীয় » রায় ঘোষণা; গ্রেপ্তার হলেন ইমরান খান
শনিবার ● ৫ আগস্ট ২০২৩


ইমরান খানকে গ্রেফতার করা হলো

বঙ্গ-নিউজ: দুর্নীতি মামলায় ৩ বছরের কারাদণ্ডের পর ইমরান খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৫ আগস্ট, শনিবার দুপুরে রায় ঘোষণার পর পাকিস্তানের লাহোরে নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করে পাঞ্জাব পুলিশ।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন’এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এদিকে ইমরান খানকে কোট লাখপত কারাগারে নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পিটিআই-এর পাঞ্জাব শাখা।

খবরে বলা হয়, তোশাখানা মামলায় ইমরান খানের বিরুদ্ধে এ কারাদণ্ডের আদেশ দিয়েছেন ইসলামাবাদের একটি আদালত। একই সঙ্গে ইমরান খানকে ১ লাখ রুপি জরিমানাও করা হয়েছে।

দেশটির নির্বাচন কমিশন ইমরান খানের বিরুদ্ধে এই মামলাটি করেছিল। মামলায় ইমরানের বিরুদ্ধে পাকিস্তানের প্রধানমন্ত্রী থাকা অবস্থায় পাওয়া উপহার রাষ্ট্রীয় তোশাখানায় জমা না দিয়ে বিক্রির অভিযোগ আনা হয়।

বাংলাদেশ সময়: ২০:৩৬:১৩ ● ২৩৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ