বাংলাদেশ সরকার ভারতকে চারটি রুটের অনুমোদন দিয়েছে!

Home Page » জাতীয় » বাংলাদেশ সরকার ভারতকে চারটি রুটের অনুমোদন দিয়েছে!
শনিবার ● ৫ আগস্ট ২০২৩


ভারতকে চারটি রুটের অনুমোদন

বঙ্গ-নিউজ: ভারতের ব্যবসায়ীদের জন্য চারটি ট্রান্সশিপমেন্ট রুটের অনুমোদন দিয়েছে বাংলাদেশ।  ত্রিপুরার এক মন্ত্রীর বরাতে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম পিটিআই।

খবরে বলা হয়, চারটি ট্রানজিট রুট হলো, মোংলা বন্দর-আখাউড়া-আগরতলা, চট্টগ্রাম বন্দর-আখাউড়া-আগরতলা, মোংলা বন্দর-বিবিরবাজার-শ্রীমন্তপুর এবং চট্টগ্রাম-বিবিরবাজার-শ্রীমন্তপুর।

এক সংবাদ সম্মেলনে ত্রিপুরার বাণিজ্যমন্ত্রী সান্তনা চাকমা বলেছেন, ভারতীয় ব্যবসায়ীদের জন্য চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহারের বিষয়ে বাংলাদেশের সঙ্গে চুক্তি হয়েছে। বাংলাদেশ সরকার চারটি রুটের অনুমোদন দিয়েছে।

বাণিজ্যমন্ত্রী আরও বলেছেন, দ্বিপাক্ষিক বাণিজ্যের জন্য ৯টি ‘সীমান্ত হাট’ স্থাপনের পরিকল্পনা করা হচ্ছে। ইতোমধ্যে ভারত-বাংলাদেশ সীমান্তে ‘সীমান্ত হাট’ স্থাপনের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে।

বর্তমানে ত্রিপুরায় দুটি ‘সীমান্ত হাট’ রয়েছে- একটি হলো সিপাহিজলা জেলার কমলাসাগর, অন্যটি দক্ষিণ ত্রিপুরা জেলার শ্রীনগর।

সান্তনা চাকমা বলেছেন, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ত্রিপুরার বোধজংনগর অর্থনৈতিক অঞ্চল নির্মাণের জন্য ১ হাজার ২০০ কোটি রুপি বিনিয়োগ করবে।

বাংলাদেশ সময়: ২০:২৪:৩৭ ● ২৪০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ