রাজধানীতে সোমবার সমাবেশ করবে ১৪ দলীয় জোট

Home Page » জাতীয় » রাজধানীতে সোমবার সমাবেশ করবে ১৪ দলীয় জোট
শনিবার ● ৫ আগস্ট ২০২৩


ফাইল ছবি

 বঙ্গ-নিউজঃ  আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট সোমবার রাজধানীতে সমাবেশ করার ঘোষণা দিয়েছে। বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

শুক্রবার (৪ আগস্ট) বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে ১৪ দলের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের যৌথ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের ঢাকা মহানগর সমন্বয়ক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

‘আন্দোলনের’ নামে বিএনপির ‘সন্ত্রাস ও নৈরাজ্যের’ বিরুদ্ধে সপ্তাহব্যাপী সমাবেশ, মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে ১৪ দল এ সমাবেশের আয়োজন করবে।

বাংলাদেশ সময়: ১২:৩৪:৩৯ ● ২৩০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ