বঙ্গ-নিউজ ডেস্কঃ নাইজারে অভ্যুত্থানকারী সেনাদের বিরুদ্ধে সামরিক হামলা চালানোর পরিকল্পনা চূড়ান্ত করেছে পশ্চিম আফ্রিকার ১৫ দেশের জোট ইকোনোমিক কমিউনিটি অব ওয়েস্ট আফ্রিকান স্টেটস (ইকোয়াস)।
জোটটির সদস্য দেশগুলোর সেনাপ্রধানরা নাইজেরিয়ার রাজধানী আবুজায় তিনদিনব্যাপী বৈঠক করে এই সিন্ধান্ত নেন। তবে হামলার আগে নাইজারকে এ ব্যাপারে অবহিত করা হবে না বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নাইজারে সম্ভাব্য সামরিক হামলা চালানোর জন্য সংসদের উচ্চকক্ষ সিনেটের কাছে অনুমোদন চেয়েছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা তিনুবু। এছাড়া সেনেগালও নাইজারে সেনা পাঠানোর সিন্ধান্ত নিয়েছে। জোটের এই সিন্ধান্তের বিরোধীতা করেছে জোটটির সদস্য মালি ও বুরকিনা ফাসো।
তবে নাইজারের সামরিক জান্তা জানিয়েছে, যে কোন ধরনের বহিঃআক্রমণ তাৎক্ষণিকভাবে প্রতিহত করবে তারা।
গত ২৬ জুলাই প্রেসিডেন্ট মোহাম্মদ বাজোমকে অবরুদ্ধ করে রক্তপাতবিহীন এক সামরিক অভ্যুত্থান ঘটায় নাইজারের প্রেসিডেন্সিয়াল গার্ডের সদস্যরা।