আমি যেনো জলের মত - তাসলিমা তানজিন সূচি

Home Page » সাহিত্য » আমি যেনো জলের মত - তাসলিমা তানজিন সূচি
শুক্রবার ● ৪ আগস্ট ২০২৩


তাসলিমা তানজিন সূচি

আমাকে ছেড়ে দিলে আমি সরে যাই..
উড়ে যাই..দূরে..বহুদূরে..
স্বপ্নের মত..অনুভবে মিশে থাকি
স্পর্শে তার নেই ঠাঁই..!
আমাকে ঠেলে দিলে ভেঙে যাই কাঁচের মত
টুকরো টুকরো হয়ে ছড়িয়ে যাই..
ভাঙা টুকরোয় মিশে থাকি
দেখা যায়..লাগি না জোড়া কর চেষ্টা যত..!
আমাকে যেতে দিলে আমি হারিয়ে যাই..
বাতাসের সাথে মিশে যাই..
হাওয়া হয়ে ফিরে আসি
আবার হাওয়াতেই ভেসে যাই..!
আমি যেনো জলের মত..
মুঠোয় ভরা সহজ যত.
আগলে রাখা ততই কঠিন
যদি একবার চলে যাই
আসি না ফিরে কোনোদিন..!!!
দৃশ্যহীন নাগাল!

বাংলাদেশ সময়: ১৮:২১:০৯ ● ৬১২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ