মেসির গোলে মায়ামির জয়

Home Page » খেলা » মেসির গোলে মায়ামির জয়
বৃহস্পতিবার ● ৩ আগস্ট ২০২৩


লিওনেল মেসি

বঙ্গ-নিউজ স্পোর্টস ডেস্কঃ   লিওনেল মেসির ইন্টার মায়ামি পারফরম্যান্সের গ্রেডিং করেছে সংবাদ মাধ্যম মার্কা। সেখানে তিন ম্যাচেই ‘এ প্লাস’ পেয়েছেন তিনি। পাওয়ারই কথা। যুক্তরাষ্ট্রের লিগ যে মেসি জ্বরে কাঁপছে। দুর্দান্ত পারফরম্যান্স করে কাঁপাচ্ছেন লিওনেল মেসি।

বৃহস্পতিবার অরন্যাল্ডো সিটির বিপক্ষে ৩-১ গোলে জিতেছে মেসির দল ইন্টার মায়ামি। ম্যাচে জোড়া গোল করেছেন আর্জেন্টাইন সুপারস্টার। পেনাল্টি শট থেকে গোল করেছেন মেসির সতীর্থ জোসেফ মার্টিনেজ। শটটা মেসি নিলে ইন্টার মায়ামি ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক পেয়ে যেতে পারতেন তিনি।

ম্যাচ শুরু হতেই গ্যালারি ভরা দর্শকদের উচ্ছ্বাসে মাতান মেসি। ম্যাচের ৭ মিনিটে দলকে প্রথম লিড এনে দেন তিনি। ওই গোল অরল্যান্ডো সিটি শোধ করে দেয়। ম্যাচের ১৭ মিনিটে সিজারে আরাজু গোল করেন।

বাংলাদেশ সময়: ১২:০১:০৪ ● ৬২৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ