দেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন

Home Page » জাতীয় » দেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন
বৃহস্পতিবার ● ৩ আগস্ট ২০২৩


দেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন

বঙ্গ-নিউজঃ   গাইবান্ধায় দেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎ কেন্দ্র তিস্তা সোলার পাওয়ার প্ল্যান্ট উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গতকাল বুধবার ২ আগস্ট দুপুরে রংপুর জিলা স্কুল মাঠের সমাবেশ থেকে গাইবান্ধার সুন্দরগঞ্জে নির্মিত দুইশ মেগাওয়াটের এই বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

তিস্তা পাড়ের লাটশালা এলাকায় এই কেন্দ্রটির নির্মাণ শুরু হয় ২০১৭ সালে। এতে সাড়ে পাঁচ লাখ সোলার প্যানেল বসানো হয়। উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করতে সুন্দরগঞ্জের তিস্তা পাড় থেকে রংপুর পর্যন্ত ১শ’২২টি টাওয়ারের ১শ’ ৩২ কিলো ভোল্টের ৩৫ কিলোমিটার বিদ্যুৎ সঞ্চালন লাইন নির্মাণ করা হয়েছে।

নির্মাণ করা হয়েছে সাবস্টেশন, বসানো হয়েছে ইনভার্টারসহ সব ধরণের যন্ত্র। গত ডিসেম্বর থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে উৎপাদিত বিদ্যুৎ যুক্ত হচ্ছে। এ কেন্দ্র থেকে দিনে দু’শ’ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হবে।

বাংলাদেশ সময়: ১১:১৩:২৬ ● ২২৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ