আমরা মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি: প্রধানমন্ত্রী

Home Page » জাতীয় » আমরা মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি: প্রধানমন্ত্রী
বুধবার ● ২ আগস্ট ২০২৩


ফাইল ছবি- প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বঙ্গ-নিউজ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি। তবে কয়লা ও গ্যাসের দাম বেড়ে যাওয়ায় মানুষ কয়েকদিন কষ্ট পেয়েছে। এখন আবার সব ঠিক হয়ে গেছে। দেশে বিদ্যুতের আর কোনো সমস্যা থাকবে না। আজ বিকেলে রংপুর জিলা স্কুল মাঠে এক জনসভায় এ কথা বলেন প্রধানমন্ত্রী।

রংপুরবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, আমি আপনাদের জন্য উপহার নিয়ে এসেছি, খালি হাতে আসিনি। অনেকগুলো প্রকল্প উদ্বোধন করেছি।

এর আগে আজ দুপুরে রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে রংপুরে রওনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রংপুরে পৌঁছে বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সভায় অংশ নেন আওয়ামী লীগ সভাপতি।

জনসভায় উপস্থিত আছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, রংপুর মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেন, সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন, সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খানসহ অনেকে।

বাংলাদেশ সময়: ২০:৪৪:৩০ ● ২৬৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ