ইউরোপিয়ান প্রতিযোগিতায় নিষিদ্ধ হলো জুভেন্টাস

Home Page » খেলা » ইউরোপিয়ান প্রতিযোগিতায় নিষিদ্ধ হলো জুভেন্টাস
শনিবার ● ২৯ জুলাই ২০২৩


ইউরোপিয়ান প্রতিযোগিতায় নিষিদ্ধ হলো জুভেন্টাস
বঙ্গ-নিউজ ডেস্কঃ  আর্থিক লেনদেনে ফিন্যান্সিয়াল ফেয়ার প্লের (এফএফপি) আইন ভাঙায় জুভেন্টাসকে ইউরোপিয়ান প্রতিযোগিতায় নিষিদ্ধ করল উয়েফা।

ইতালিয়ান লিগে গত মৌসুমে টেবিলের সাত নম্বরে থেকে মৌসুম শেষ করা জুভেন্টাসের জায়গা মেলেনি চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগে। তবে কনফারেন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করলেও পুরোনো অপরাধের কারণে সেটিতেও যেতে পারছে না তুরিনের বুড়িরা।

২০১২ থেকে ২০১৯ সাল পর্যন্ত এফএফপি’র নিয়ম ভাঙার প্রমাণ মেলায় গতকাল জুভেন্টাসকে এই শাস্তির ঘোষণা দেয় উয়েফা। এর আগে দলবদলের চুক্তি সম্পর্কিত নানা অনিয়মের দায়ে গত জানুয়ারিতে দলটির ১৫ পয়েন্ট কেটে নেওয়া হয়। ফলে সেরি আর টেবিলে এক ধাক্কায় নিচের দিকে নেমে যায় তারা।
এপ্রিলে গিয়ে স্থগিত করা হয় পয়েন্ট কাটার শাস্তি। তবে সেটি বেশিদিন স্থায়ী হয়নি। পরের মাসেই এক শুনানিতে ১০ পয়েন্ট কেটে নেওয়া হয়। সঙ্গে জুভেন্টাসকে গুণতে হয় আর্থিক জরিমানাও। এক্ষেত্রে ক্লাবটি কিছুটা ছাড় পেতে পারে, যদি আগামী তিন বছরে যদি দলটির আর্থিক লেনদেন এফএফপির আইন মেনে হয়, তাহলে তাদেরকে জরিমানার অর্ধেকটা দিলেই হবে।

বাংলাদেশ সময়: ১৩:২৫:২৭ ● ২৫৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ