কেউ রাস্তা আটকালে আইন অনুযায়ী ব্যবস্থা-ডিএমপি

Home Page » জাতীয় » কেউ রাস্তা আটকালে আইন অনুযায়ী ব্যবস্থা-ডিএমপি
শনিবার ● ২৯ জুলাই ২০২৩


ফাইল ছবি- ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক

বঙ্গ-নিউজ: শনিবার বিএনপির অবস্থান কর্মসূচির পাশাপাশি পাল্টা কর্মসূচির ঘোষণা করেছে আওয়ামী লীগ। তবে দুই দলের কর্মসূচি পালনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) । ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, রাজনৈতিক কর্মসূচির নামে কেউ রাস্তা আটকালে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।   ২ জুলাই, শুক্রবার রাতে নিষেধাজ্ঞার বিষয়টি জানিয়েছেন ডিএমপির উপকমিশনার (মিডিয়া) ফারুক হোসেন।

ডিএমপি কমিশনার স্বাক্ষরিত নিষেধাজ্ঞা বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার ঢাকার সব প্রবেশ মুখে অবস্থান কর্মসূচির ডাক দেয় বিএনপি। সেই সঙ্গে আওয়ামী লীগও একই কর্মসূচি ঘোষণা করে। দুই দলের কর্মসূচিতে সংঘাতে আশঙ্কা রয়েছে।

এছাড়া কর্মসূচি পালনের জন্য কোনো দলই পুলিশের অনুমতি নেয়নি। তাই আইনশৃঙ্খলা অবনতি ও জনদুর্ভোগ এড়াতে সব রাজনৈতিক দলের শনিবারের কমসূচি পালনে পুলিশের পক্ষ থেকে অনুমতি দেওয়া যাচ্ছে না।

বাংলাদেশ সময়: ৮:৫৮:৫৮ ● ২১৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ