রাজনৈতিক কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা আসতে পারে- ডিএমপি কমিশনার

Home Page » জাতীয় » রাজনৈতিক কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা আসতে পারে- ডিএমপি কমিশনার
বুধবার ● ২৬ জুলাই ২০২৩


ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক

বঙ্গ-নিউজ: ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, রাজনৈতিক কর্মসূচি যদি জনগণের ভোগান্তিতে পরিণত হয়, তাহলে সেই কর্মসূচিগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। আজ রাজধানীর হোসেনি দালান ইমামবাড়ায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন ডিএমপি কমিশনার।

খন্দকার গোলাম ফারুক বলেন, রাজনৈতিক সমাবেশ করা গণতান্ত্রিক অধিকার। আবার জনগণের নিরাপত্তা নিশ্চিত করাও পুলিশের দায়িত্ব ও কর্তব্য।

রাজনৈতিক দলগুলোর উদ্দেশে ডিএমপি কমিশনার বলেন, ওয়ার্কিং ডেতে জনসভা করে রাস্তায় মানুষ আটকে রাখার মতো বিষয়গুলো বিবেচনা করতে হবে। ওয়ার্কিং ডেতে কর্মসূচি না দিয়ে বন্ধের দিনগুলো বেছে নেওয়ার আহ্বান জানাচ্ছি।

ডিএমপি কমিশনার আরও বলেন, যারা সমাবেশে আসবেন তারা যেন লাঠিসোঁটা বা কোনো ব্যাগ নিয়ে না আসেন। আপনারা সমাবেশ করেন কিন্তু জনগণকে কষ্ট দিয়েন না। জনগণের ভোগান্তি হলে এক সময় দেখা যাবে বাধ্য হয়ে রাজনৈতিক কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে হতে পারে।

বাংলাদেশ সময়: ২০:৩৮:৩১ ● ২৪৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ