জাবি শিক্ষার্থী জাহিদকে বাঁচাতে সাহায্যের আহবান

Home Page » প্রথমপাতা » জাবি শিক্ষার্থী জাহিদকে বাঁচাতে সাহায্যের আহবান
বুধবার ● ২৬ জুলাই ২০২৩


 জাহিদ হাসান শেখ

বঙ্গ-নিউজঃ  রেক্টাল ক্যান্সারে আক্রান্ত হয়ে কঠিন সময় পার করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী জাহিদ হাসান শেখ। দ্রুত উন্নত চিকিৎসা করাতে পারলে জাহিদ সুস্থ হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে, এজন্য প্রায় ২০ লাখ টাকা প্রয়োজন।

মা-বাবা হারানো জাহিদ কিংবা তার আত্মীয়-স্বজনের পক্ষে চিকিৎসার এতো টাকা জোগাড় করা অসম্ভব। এজন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তার সহপাঠীরা।তারা জানান, জাহিদ ছোট থাকতেই সড়ক দুর্ঘটনায় তার মা মারা যান। তৃতীয় বর্ষে পড়ার সময় দুরারোগ্য ক্যান্সার কেড়ে নিয়েছে তার বাবাকেও। জাহিদ পরিবারের বড় সন্তান ও একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। এর মধ্যে গতমাসে ইবনে সিনা ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ ডাক্তারদের বিভিন্ন পরীক্ষার মাধ্যমে জানা গেছে, সে রেক্টাল ক্যান্সারে আক্রান্ত। এটি গ্রেড থ্রি রেক্টাল ক্যান্সার।

চিকিৎসকদের বরাত দিয়ে জাহিদের সহপাঠীরা আরও জানান, দ্রুত সুচিকিৎসার ব্যবস্থা করা গেলে এ ক্যান্সারকে জয় করা সম্ভব। এরই মধ্যে উন্নত চিকিৎসার জন্য ভারতের বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাদের পরামর্শ অনুযায়ী খুব দ্রুতই চেন্নাইয়ের বিখ্যাত সিএমসি হাসপাতালে জাহিদের চিকিৎসা শুরু করা হবে।

কিন্তু চিকিৎসার জন্য প্রায় ২০ লাখ টাকা প্রয়োজন, যা জাহিদ, আত্মীয়-স্বজন ও সহপাঠীদের পক্ষে জোগাড় করা একেবারেই অসম্ভব। ফলে তারা তাকিয়ে আছেন সমাজের বিত্তবান মানুষের দিকে। তাদের একটু সহযোগিতার হাত বাঁচিয়ে তুলতে পারে জাহিদকে।

জাহিদকে সাহায্য পাঠানোর ঠিকানা :
ইজাজ আহমেদ, ডাচ্ বাংলা ব্যাংক, সাভার বাজার ব্রাঞ্চ, অ্যাকাউন্ট নং ১৩৭১০৫০০৩৩৪৮৪, রাউটিং নং ০৯০২৬৪১২২ এবং মো. আল মাহমুদ মুন্না, অগ্রণী ব্যাংক, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ব্রাঞ্চ, অ্যাকাউন্ট নং ০২০০০১২৪৯৯৯৪৫, রাউটিং নং ০১০২৬২২৬৭।

বিকাশ (পার্সোনাল): 01781124595, 01632052595, 01687038535
রকেট (পার্সোনাল): 01632052595-3, 01687038535-2, 01781124595-2
নগদ (পার্সোনাল): 01632052595, 01687038535, 01781124595

বাংলাদেশ সময়: ১৩:০৩:৪১ ● ২৯৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ