১৩ বছর ধরে ঢাকা ওয়াসার এমডি, আবারও নিয়োগ পাচ্ছেন তাকসিম!

Home Page » জাতীয় » ১৩ বছর ধরে ঢাকা ওয়াসার এমডি, আবারও নিয়োগ পাচ্ছেন তাকসিম!
মঙ্গলবার ● ২৫ জুলাই ২০২৩


এমডি তাকসিম এ খান

বঙ্গ-নিউজ:  ১৩ বছর ধরে ঢাকা ওয়াসার এমডি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন তিনি।  এবার নিয়ে সপ্তমবারের মতো ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হচ্ছেন তাকসিম এ খান। তার নিয়োগপত্রে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষর করেছেন বলে জানা গেছে।

তার নিয়োগপত্র মন্ত্রণলায়ের মাধ্যমে প্রজ্ঞাপন আকারে যেকোনো সময় প্রকাশ করা হবে।  গত ১১ জুলাই এমডি পদে তাকসিম এ খানের মেয়াদ আরও তিন বছর বাড়ানোর প্রস্তাব করেন ওয়াসার বোর্ডের সদস্যরা। পরে বোর্ড সভায় প্রস্তাবটি পাস হলে তা মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়।

২০০৯ সালে ঢাকা ওয়াসার এমডি পদে প্রথম নিয়োগ পেয়েছিলেন তাকসিম এ খান। এরপর দফায় দফায় তার মেয়াদ বাড়ানো হয়। আগামী ১৪ অক্টোবর তার ষষ্ঠবারের মেয়াদ শেষ হচ্ছে।

বাংলাদেশ সময়: ১১:০৯:৫৫ ● ২১৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ