না জানিয়ে কেন্দ্রে যাওয়ায় হিরো আলমকে নিরাপত্তা দেওয়া যায়নি-ডিএমপি

Home Page » জাতীয় » না জানিয়ে কেন্দ্রে যাওয়ায় হিরো আলমকে নিরাপত্তা দেওয়া যায়নি-ডিএমপি
শনিবার ● ২২ জুলাই ২০২৩


ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক

বঙ্গ-নিউজ: ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, পুলিশকে না জানিয়ে দ্বিতীয়বার ওই কেন্দ্রে যাওয়ায় ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী হিরো আলমকে নিরাপত্তা দেওয়া যায়নি। এই সুযোগে দুর্বৃত্ত্বরা তার ওপর হামলা চালিয়েছে।

আজ রাজধানীর পলওয়েল মার্কেটে অনুষ্ঠান শেষে এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের এ কথা বলেন ডিএমপি কমিশনার।

হিরো আলম

ডিএমপি কমিশনার বলেন, ওই কেন্দ্রে কিছু সমস্যা হয়েছিল। এ জন্য হিরো আলমসহ তার কর্মীদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়। পরে কেন্দ্রের বাইরে তার ওপর হামলা করে দুর্বৃত্তরা। সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের চিহ্নিত করা হচ্ছে।

হিরো আলমের ওপর হামলার ঘটনায় ইতোমধ্যে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান খন্দকার গোলাম ফারুক।

উল্লেখ্য, সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে ভোট চলাকালে বনানী বিদ্যানিকেতন স্কুল ভোটকেন্দ্রের সামনে হিরো আলমকে মারধর করা হয়। এ সময় তাকে মারতে মারতে রাস্তায় ফেলে দেওয়া হয়। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়।

হামলার একদিন পর হিরো আলমের ব্যক্তিগত সহকারী সুজন রহমান শুভ বাদী হয়ে বনানী থানায় একটি মামলা করেন।

বাংলাদেশ সময়: ২০:৪৯:১৪ ● ২০০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ