স্কুল শিক্ষক নেবে সৌদি আরব

Home Page » জাতীয় » স্কুল শিক্ষক নেবে সৌদি আরব
শনিবার ● ২২ জুলাই ২০২৩


সৌদি আরব শিক্ষক নিবে

বঙ্গ-নিউজ: ১১ হাজার ৫৫১ জন স্কুল শিক্ষক নেওয়ার পরিকল্পনা করেছে সৌদি আরব।  এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়। খবর গালফ নিউজ।

বিবৃতিতে বলা হয়, বিভিন্ন স্কুলে খালি থাকা ইংরেজি, গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, কম্পিউটার শিক্ষা ও ব্যবস্থাপনা বিষয়ক পদে শিক্ষক নেবে সৌদি আরব। এসব পদে যে কোনো দেশ থেকে আবেদন করতে পারবেন। তবে প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট বিষয়ের ওপর বিশ্ববিদ্যালয় ডিগ্রি এবং শিক্ষাদানে দক্ষ হতে হবে।

বিবৃতিতে আরও বলা হয়, আগামী ২৫ জুলাই সকাল ৯টা থেকে ৩০ জুলাই সকাল ১১টা পর্যন্ত যে কোনো সময় সরকারের কর্মসংস্থানবিষয়ক অনলাইন প্ল্যাটফরম জাদারার মাধ্যমে আবেদন করতে পারবেন প্রার্থীরা।

এতে নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। এছাড়া চাকরি প্রদানের ক্ষেত্রে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে বলে বিবৃতিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ২০:২৭:৩৩ ● ২৬১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ