টাকা আত্মসাত; সোনালী ব্যাংকের সাবেক এমডিসহ ৮ জনের কারাদণ্ড

Home Page » অর্থ ও বানিজ্য » টাকা আত্মসাত; সোনালী ব্যাংকের সাবেক এমডিসহ ৮ জনের কারাদণ্ড
শুক্রবার ● ২১ জুলাই ২০২৩


সোনালী ব্যাংকের প্রাক্তন এমডি সহ আটজনের কারাদন্ড

বঙ্গ-নিউজ: সোনালী ব্যাংকের টাকা আত্মসাত করায় ব্যাংকটির সাবেক ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) ৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

গতকাল, বৃহস্পতিবার ঢাকার বিশেষ দায়রা জজ আদালতের বিচারক মো. ইকবাল হোসেনের বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- ব্যাংকের সাবেক এমডি হুমায়ুন কবির, উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মাইনুল হক, জিএম ননী গোপাল নাথ, এজিএম সাইফুল হাসান ও কামরুল হোসেন খান, ডিজিএম সফিজ উদ্দিন আহমেদ, প্যারাগন প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের এমডি সাইফুল ইসলাম রাজা ও পরিচালক আব্দুল্লাহ আল মামুন।

এদের মধ্যে হুমায়ন কবির, ননী গোপাল, সাইফুল হাসান, সাইফুল ইসলাম রাজা ও আব্দুল্লাহ আল মামুনকে দুই ধারায় ১৭ বছরের কারাদণ্ড এবং দুই কোটি ১৬ লাখ ৪৮ হাজার ১০৩ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

অন্যদিকে সফিজ উদ্দিন, কামরুল হোসেন ও মাইনুল হককে ৮ বছরের কারাদণ্ড এবং দুই কোটি ১৬ লাখ ৪৮ হাজার ১০৩ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। যা প্রত্যেকের কাছ থেকে সমহারে আদায় করা হবে।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, দুই কোটি ১৬ লাখ ৪৮ হাজার ১০৩ টাকা আত্মসাতের অভিযোগে ২০১৩ সালের ১ জানুয়ারি রমনা থানায় একটি মামলা করে দুদক। ২০১৫ সালের ৬ এপ্রিল চার্জগঠনের মাধ্যমে আসামিদের বিরুদ্ধে বিচার শুরু হয়।

বাংলাদেশ সময়: ১০:০৮:৩১ ● ৪৪৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ