এআই হতে পারে জাতিসংঘের নতুন প্রতিষ্ঠান

Home Page » প্রথমপাতা » এআই হতে পারে জাতিসংঘের নতুন প্রতিষ্ঠান
বৃহস্পতিবার ● ২০ জুলাই ২০২৩


জাতিসংঘের বৈঠকের ফাইল ছবি  
বঙ্গ-নিউজ ডেস্কঃ  কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের সম্ভাব্য ঝুঁকি নিয়ে প্রথমবারের মতো বৈঠক করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের এই বৈঠকে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, এআই স্টার্টআপ ‘অ্যানথ্রোপিক’-এর সহপ্রতিষ্ঠাতা জ্যাক ক্লার্ক এবং গবেষণা সংস্থা ‘চায়না-ইউকে রিসার্চ সেন্টার ফর এআই এথিক্স অ্যান্ড গভর্ন্যান্স’-এর সহপরিচালক অধ্যাপক জেং ইয়ি বক্তব্য দেন।

গুতেরেস বলেন, সামরিক ও বেসামরিক খাতে এআইর ব্যবহার বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার জন্য গুরুতর বিপদ ডেকে আনতে পারে। ‘অসাধারণ’ এই প্রযুক্তিকে সুশাসনের মধ্যে আনতে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা, আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা বা জলবায়ু পরিবর্তনবিষয়ক আন্তঃসরকার প্যানেলের আদলে জাতিসংঘের অধীনে আলাদ একটি প্রতিষ্ঠান তৈরির যে দাবি উঠেছে, তাতে সমর্থন দেন গুতেরেস।
বৈঠকে চীন বলেছে, এ প্রযুক্তির ‘লাগামহীন ঘোড়ার মতো’ ছোটা থামাতে হবে। আর যুক্তরাষ্ট্র সতর্ক করে বলেছে, প্রযুক্তি যেন সেন্সরশিপ বা দমন-পীড়নের হাতিয়ার না হয়। বৈঠকে সভাপতিত্ব করেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি।

বাংলাদেশ সময়: ১৩:২৪:৪৬ ● ১৯১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ