আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সাথে আওয়ামী লীগ নেতা রাসেল আহমদের সৌজন্য সাক্ষাৎ

Home Page » সারাদেশ » আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সাথে আওয়ামী লীগ নেতা রাসেল আহমদের সৌজন্য সাক্ষাৎ
মঙ্গলবার ● ১৮ জুলাই ২০২৩


আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সাথে আওয়ামী লীগ নেতা রাসেল আহমদের সৌজন্য সাক্ষাৎ

ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মাননীয় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জননেতা ওবায়দুল কাদের এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য ও বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন পরিষদের  বহুবার নির্বাচিত জননন্দিত চেয়ারম্যান রাসেল আহমদ।
গত ১৩ জুলাই ২০২৩ খ্রীস্টাব্দ বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে এই সাক্ষাৎকালে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের কাছে সুনামগঞ্জ -০১(ধর্মপাশা, জামালগঞ্জ, তাহিরপুর ও মধ্যনগর) নির্বাচনী এলাকার রাজনৈতিক ও দলীয় পরিস্থিতি সংক্ষিপ্ত আকারে তুলে ধরেন চেয়ারম্যান রাসেল আহমদ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ -০১ নির্বাচনী এলাকার আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রনজিত সরকার, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক মোঃ মাহবুব খান, মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইউপি চেয়ারম্যান আলমগীর খসরু প্রমূখ।

বাংলাদেশ সময়: ২৩:৩২:৫৮ ● ৬৭৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ