দেশে তত্ত্বাবধায়ক সরকার আর আসবে না-ওবায়দুল কাদের

Home Page » জাতীয় » দেশে তত্ত্বাবধায়ক সরকার আর আসবে না-ওবায়দুল কাদের
মঙ্গলবার ● ১৮ জুলাই ২০২৩


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

বঙ্গ-নিউজ: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনার পদত্যাগের প্রশ্নই আসে না। পার্লামেন্টের বিলুপ্তি হবে না। দেশে তত্ত্বাবধায়ক সরকার আর আসবে না।

আজ, মঙ্গলবার রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে এ কথা বলেন ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি পদযাত্রা করছে। তারা এটাকে জয়যাত্রা বলছে। আসলে এ পদযাত্রা হচ্ছে তাদের পতনযাত্রা।

ওবায়দুল কাদের আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইইউ বিএনপিকে কী দিয়ে গেছে? তত্ত্বাবধায়ক সরকার দিয়েছে? শেখ হাসিনার পদত্যাগ চেয়েছে? তারা সংসদ ভেঙে দেওয়ার কথাও বলেনি। তাহলে বিএনপি যুক্তরাষ্ট্র ও ইইউ’র কাছে কি পেল? বিএনপি একটা হাঁসের ডিম, একটা ঘোড়ার ডিম পেয়েছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যত কিছুই করেন সংবিধানের বাইরে এক চুলও আমরা সরবো না। আওয়ামী লীগ হচ্ছে এ দেশের মাটি মানুষের পার্টি, বঙ্গবন্ধু-শেখ হাসিনার পার্টি, এ পার্টি কারও কাছে মাথা নত করে না।

বাংলাদেশ সময়: ২০:৪৬:২৮ ● ২১৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ