ঢাকা-১৭ উপনির্বাচন: জিতলেন আরাফাত, নিকটতম হিরো আলম

Home Page » জাতীয় » ঢাকা-১৭ উপনির্বাচন: জিতলেন আরাফাত, নিকটতম হিরো আলম
মঙ্গলবার ● ১৮ জুলাই ২০২৩


বিজয়ী মোহাম্মদ আলী আরাফাত ও হিরো আলম

বঙ্গ-নিউজ: ঢাকা-১৭ আসন উপনির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী (নৌকা প্রতীক) মোহাম্মদ আলী আরাফাত। তিনি পেয়েছেন ২৮ হাজার ৮১৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী হিরো আলম একতারা প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৬০৯ ভোট।

১৭ জুলাই, সোমবার রাতে এ ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্তকর্তা মনির হোসাইন খান। এর আগে সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ শেষ হয় বিকেল ৪টায়।

এই নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল কম। এছাড়া ভোটের শুরুতে শান্তিপূর্ণ পরিবেশ থাকলেও বিকেলে স্বতন্ত্র প্রার্থী হিরো আলমকে মারধর করে নৌকার ব্যাজধারীরা।

এ ঘটনায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. শহীদুল্লাহ।

ঢাকা-১৭ আসনে মোট ভোটার তিন লাখ ২৫ হাজার ২০৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৭১ হাজার ৬২৫ এবং নারী ভোটার এক লাখ ৫৩ হাজার ৫৮০ জন।

বাংলাদেশ সময়: ১০:৩৯:৩২ ● ১৮০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ