ইরাকে ৩০০ বছরের পুরোনো মসজিদ ভেঙে ফেলা হলো !

Home Page » জাতীয় » ইরাকে ৩০০ বছরের পুরোনো মসজিদ ভেঙে ফেলা হলো !
সোমবার ● ১৭ জুলাই ২০২৩


সংগৃহীত ছবি- ইরাকে রাস্তা সম্প্রসারণের জন্য মসজিদ ভাঙলো

বঙ্গ-নিউজ: রাস্তা সম্প্রসারণ কাজের জন্য ইরাকে ৩০০ বছরের একটি পুরোনো মসজিদ ভেঙে ফেলা হয়েছে বলে জানা গেছে। শুক্রবার দেশটির দক্ষিণাঞ্চলীয় বসরা শহরে অবস্থিত ওই মসজিদটি বুলডোজার দিয়ে ভেঙে ফেলে প্রশাসন। খবর রয়টার্স।

খবরে বলা হয়, ১৭২৭ সালে ওই মসজিদটি নির্মাণ করা হয়েছিল। এতে ৩৬ ফুট উঁচু একটি মিনার ছিল, ওই মিনারকে বলা হতো ‘সিরাজি মিনার’।

প্রশাসন বলছে, মসজিদের সামনের সড়কটি খুব সরু ছিল। এতে সেখানে যানজটের সৃষ্টি হতো। পরে সড়কটির দুই পাশ বড় করার সিদ্ধান্ত নেয় প্রশাসন। তাই রাস্তা বড় করার জন্য মসজিদটি ভেঙে ফেলা হয়।

এ বিষয়ে বসরার গভর্নর আসাদ আল এইদানি বলেন, আমরা কয়েক দফায় মসজিদ কর্তৃপক্ষকে নোটিশ পাঠিয়েছি। কিন্তু তারা মসজিদটি সরিয়ে নিতে নোকো ব্যবস্থা গ্রহণ করেনি। তাই সড়ক সম্প্রসারণের জন্য এটি ভেঙে ফেলতে হয়েছে।

এখন প্রতিবাদ না করে নতুন একটি মসজিদ কীভাবে তৈরি করা যায়, সে বিষয়ে পরিকল্পনা করার পরামর্শ দিয়েছেন বসরার গভর্নর।

ইরাকের সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আহমেদ আর-বাদরানি বলেন, মসজিদটি ভেঙে ফেলা হোক আমরা তা চাইনি। এদিকে বসরার গভর্নর চেয়েছিলেন মসজিদটি অন্য কোথাও সরিয়ে নেওয়া হোক। এখন যেহেতু মসজিদটি ভাঙা হয়ে গেছে, তাই এর আদলে আরেকটি মসজিদ বানাতে চায় ইরাকের সংস্কৃতি মন্ত্রণালয়।

বাংলাদেশ সময়: ২১:০০:০৩ ● ১৯০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ