ট্রেন থামিয়ে আন্দোলনে রেল শ্রমিকরা

Home Page » অর্থ ও বানিজ্য » ট্রেন থামিয়ে আন্দোলনে রেল শ্রমিকরা
রবিবার ● ১৬ জুলাই ২০২৩


কারওয়ান বাজারে ট্রেন থামিয়ে আন্দোলনে রেল শ্রমিকরা

বঙ্গ-নিউজঃ  রাজধানীর কারওয়ান বাজার সংলগ্ন এফডিসির সামনে রেললাইন সিগনালে ট্রেন আটকে অবরোধ রেলওয়ের অস্থায়ী শ্রমিকদের। রাজধানীর কারওয়ান বাজার সংলগ্ন এফডিসির কাছের রেললাইন সিগনালে ট্রেন আটকে অবরোধ করছেন রেলওয়ের অস্থায়ী শ্রমিকরা। আজ রোববার (১৬ জুলাই) সকাল ১০টা থেকে চাকরি স্থায়ীকরণের দাবি ও আউটসোর্সিংয়ের প্রতিবাদে এই আন্দোলন করছেন তারা। এতে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।আজ রোববার (১৬ জুলাই) দুপুর পৌনে ১২টার দিকে ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বিশ্বাস  এ তথ্য নিশ্চিত করেন।ফেরদৌস আহমেদ বিশ্বাস বলেন, ‘খবর পেয়ে আমরা সেখানে আছি। শ্রমিকদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করছি। এখানে আমাদের রেল পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করছেন।’রেললাইনের ওপর ‘বাংলাদেশ রেলওয়ে অস্থায়ী শ্রমিকবৃন্দ’র ব্যানারে এই অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে। এ সময় তিতাস কমিউটার ট্রেন আটকে দেন শ্রমিকরা।

জানা গেছে, বাংলাদেশ রেলওয়েতে নিয়োগ পাওয়া অস্থায়ী শ্রমিকদের (টিএলআর) চাকরি ফেরত দেওয়া, স্থায়ীকরণ ও আউটসোর্সিং প্রথা বাতিল করার দাবিতে ট্রেন আটকে অবস্থান কর্মসূচি পালন করছেন শ্রমিকরা। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা।

বাংলাদেশ সময়: ১৫:৪০:৪০ ● ২১০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ