মারুফ মোহাম্মদের কবিতা - ‘আজ পৃথিবীর মন ভালো নেই’

Home Page » সাহিত্য » মারুফ মোহাম্মদের কবিতা - ‘আজ পৃথিবীর মন ভালো নেই’
রবিবার ● ৯ জুলাই ২০২৩


আজ পৃথিবীর মন ভালো নেই

শোনো হে মানব-
আজ আর পৃথিবীর মন ভালো নেই
প্রতিহিংসার চূড়ায় বিদ্বেষের লাভা
মানবতার ফসিলে বিলাসী মৃত্তিকা
রক্তনোনা সরোবরে লোহিত পলল
পাড় ভাঙ্গা জনপদে অন্ধ পুরোহিত
মাৎসর্যের দাবানলে অরণ্য শ্মশান
আকাশের বালি চোখে উম্মাদ খেচর
খচখচে মণি কোঠায় স্তম্ভিত মেঘ

শোনো হে মানব-
আজ আর পৃথিবীর মন ভালো নেই
দুর্বিষহ এক ঝড় ঐ আসছে তেড়ে
জলে স্থলে বোম তেজে সমগ্র ব্রম্মাণ্ডে
কিছুতেই কেউ আর পাবে না রেহাই
লহমায় শূন্য হবে সব আয়োজন
দেখবে তোমার দুটি চোখ চেয়ে চেয়ে
কৃষ্ণবিবরে ডুবন্ত পূর্ণিমার চাঁদে
একা একা জেগে ছিল বিবেকের জ্যোৎস্না।

মারুফ মোহাম্মদ

বাংলাদেশ সময়: ০:৩১:৫৮ ● ৪০৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ