‘উত্তরা ব্যাংক লিমিটেড’হলো ‘উত্তরা ব্যাংক পিএলসি

Home Page » অর্থ ও বানিজ্য » ‘উত্তরা ব্যাংক লিমিটেড’হলো ‘উত্তরা ব্যাংক পিএলসি
বৃহস্পতিবার ● ৬ জুলাই ২০২৩


লোগো, উত্তরা ব্যাংক লিমিটেড

বঙ্গ-নিউজ: পরিবর্তন করা হয়েছে উত্তরা ব্যাংকের নাম। এখন থেকে ‘উত্তরা ব্যাংক লিমিটেড’এর নাম হবে ‘উত্তরা ব্যাংক পিএলসি’। ৩ জুলাই, সোমবার এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংক। প্রজ্ঞাপনটি সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে।

প্রজ্ঞাপনে বাংলাদেশ ব্যাংক জানায়, কোম্পানি আইনের বিধান অনুযায়ী তফসিলি ব্যাংকগুলোর তালিকায় ‘উত্তরা ব্যাংক লিমিটেড’ এর নাম পরিবর্তন করে ‘উত্তরা ব্যাংক পিএলসি’ করা হয়েছে।

জানা গেছে, কোম্পানি আইন ২০২০-এ ১১ক (ক) ধারা নতুন করে যুক্ত করা হয়েছে। নতুন ধারায় সীমিত দায় পাবলিক কোম্পানির ক্ষেত্রে নামের শেষে পিএলসি লেখা বাধ্যতামূলক করা হয়।

বাংলাদেশ সময়: ৯:২৮:০৫ ● ৩৬০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ