
বঙ্গ-নিউজ: বাংলাদেশ আরও যুদ্ধবিমান কিনবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, বিমান বাহিনীর আধুনিকায়নে উন্নত প্রযুক্তির আরও যুদ্ধবিমান কেনার পরিকল্পনা করছে সরকার। সংসদে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন আইনমন্ত্রী।
আইনমন্ত্রী বলেন, বর্তমানে বিমান বাহিনীতে ৮টি স্কোয়াড্রন ফাইটার জেট আছে। এছাড়া নৌবাহিনীতে আছে ২টি সাবমেরিন, ছোট বড় ৬৫টির বেশি যুদ্ধজাহাজ, ২টি হেলিকপ্টার ও ৪টি মেরিটাইম এয়ারক্রাফট। আরও যুদ্ধ বিমান কেনার পরিকল্পনা রয়েছে।
আইনমন্ত্রী আরও বলেন, বাজেটের ওপর ভিত্তি করে বাংলাদেশ নৌবাহিনীর জন্য ফ্রিগেট, অফসোর পেট্রল ভেসেল (ওপিভি), করভেট, লার্জ পেট্রল ক্রাফট (এলপিসি), মাইন কাউন্টার মেজার ভেজেল (এমসিএমভি), হারবার টাগ, ওশান টাগ, লজিস্টিক শিপ, ওয়েল ট্যাংকার, হাইড্রোগ্রাফিক সার্ভে ভেসেল, ফ্লোটিং ক্রেন, ও হোভার ক্রাফট কেনার পরিকল্পনা রয়েছে।