মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব মধ্যনগর (পুসাম)এর উদ্যোগে কার্যকরী কমিটি গঠন,কৃতি শিক্ষার্থী সংবর্ধণা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ জুলাই)দুপুরে উপজেলার মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজ মিলনায়তনে প্রভাষক মামুন মিয়ার সভাপতিত্বে ও চুয়েট শিক্ষার্থী আতিক আহমেদ ফয়সাল ও শাবি শিক্ষার্থী জাকিয়া সুলতানার সঞ্চালনায় এতে দেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ব্যবসায়ী নবী হোসেন, সহকারী শিক্ষক প্রীতম মণ্ডল ঝলক, সহকারী শিক্ষক কামরুল ইসলাম ও সহকারী শিক্ষক অমৃত রায়।
এছাড়াও পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অব মধ্যনগরের আংশিক কমিটি ঘোষণা করা হয় এতে সভাপতি মনোনীত হয়েছেন শাবি শিক্ষার্থী মো:ওহাবলিম,সহ-সভাপতি হয়েছেন হানিকা আক্তার, সাধারণ সম্পাদক চবি শিক্ষার্থী আজিজুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক সুকণ্ঠ সরকার।