বঙ্গ-নিউজ: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। আজ দুপুর ২টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আর্জেন্টিনার একটি জার্সি উপহার দেন এমিলিয়ানো মার্টিনেজ।
এর আগে সোমবার ভোরে একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন আর্জেন্টিনার এই গোলকিপার। দীর্ঘ ৩০ ঘণ্টা ভ্রমণের পর বাংলাদেশে পা রেখেছেন তিনি।
১১ ঘণ্টার মতো বাংলাদেশে অবস্থান করবেন মার্টিনেজ। বিমানবন্দর থেকে সরাসরি হোটেলে উঠেছেন ৩০ বছর বয়সী ফুটবলার। বিশ্রাম শেষে রাজধানী বাড্ডার ফান্ডনেক্সট’র কার্যালয়ে যান। এই প্রতিষ্ঠানটিই মার্টিনেজকে বাংলাদেশে আনার সমস্ত খরচ বহন করছে।
ফান্ডনেক্সট’র কার্যালয়ে মার্টিনেজের সঙ্গে দেখা করেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
সেখান থেকে দুপুর ২টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে যান মার্টিনেজ। বাংলাদেশ সফর শেষে বিকেল ৪টা ৪০ মিনিটে কলকাতার উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন কাতার বিশ্বকাপের সেরা গোলকিপার।