কোরআন পোড়ানো আপত্তিকর, প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ

Home Page » জাতীয় » কোরআন পোড়ানো আপত্তিকর, প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ
রবিবার ● ২ জুলাই ২০২৩


কোরান পোড়ানোর ঘটনার প্রতিবাদ করেছে ইউ

বঙ্গ-নিউজ: সুইডেনের রাষ্ট্রদূতকে তলব করেছে বাংলাদেশ। জানাগেছে সুইডেনের রাষ্ট্রদূতকে তলব করে  কোরান পোড়ানোর ঘটনার জন্য বাংলাদেশ সরকার তীত্র প্রতিবাদ জানয়েছে। একই সাথে  সুইডেনের রাজধানী স্টকহোমে একটি মসজিদের সামনে কোরআন পোড়ানোর ঘটনায় ইউরোপীয় ইউনিয়নও (ইইউ)   তীব্র নিন্দা জানিয়েছে । তারা এ ঘটনাকে আপত্তিকর ও অসম্মান জনক এবং স্পষ্ট উসকানিমূলক কাজ বলে অভিহিত করেছে। খবর আরব নিউজ।

এক বিবৃতিতে ইউরোপের অন্তত ২৮ দেশের এই শক্তিশালী রাজনৈতিক ও অর্থনৈতিক জোট কোরআন পোড়ানোর কাজটিকে কঠোরভাবে প্রত্যাখ্যান করে। ইইউর পররাষ্ট্র ও নিরাপত্তা নীতি বিষয়ক মুখপাত্র নাবিলা মাসরালি বিবৃতিতে উল্লেখ করেন, এমন ঘৃণিত কাজ কোনোভাবেই ইউরোপীয় ইউনিয়নের আদর্শ ও কর্মকাণ্ডকে প্রতিফলিত করে না। ইউরোপে বর্ণবাদ, জেনোফোবিয়া ও অসহিষ্ণুতা প্রকাশের কোনো স্থান নেই।

কোরান পোড়ানোর ঘটনার প্রতিবাদ করেন ওআইসি

ইইউর বিবৃতিতে আরও বলা হয়, যখন (২৮ জুন) বিশ্বের অনেকগুলো দেশে মুসলমানরা ঈদুল আযহা উদযাপন করছিলেন, সে সময়ে তাদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন পোড়ানোর ঘটনা পরিস্থিতিকে অনেক বেশি শোচনীয় করে তুলেছে। ইইউ সবসময় ধর্ম বা বিশ্বাসের স্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতার পক্ষে দাঁড়ানো অব্যাহত রেখেছে। তাই পারস্পরিক বোঝাপড়া ও সমঝোতার মাধ্যমে ঐক্যবদ্ধভাবে যে কোনো উত্তেজনা রোধে কাজ করার এখনই সময়।

গত বুধবার (২৮ জুন) সুইডেনের স্টকহোমে একটি বড় মসজিদের সামনে সালওয়াল মোমিকা নামের এক ইরাকি নাগরিক পবিত্র কোরআনের কয়েকটি পৃষ্ঠা পুড়িয়ে ফেলেন। কয়েক বছর আগে ইরাক থেকে পালিয়ে সুইডেনে আসা ৩৭ বছর বয়সী এই যুবক অনেক পুলিশ সদস্যের উপস্থিতিতেই ঘৃণিত কাজটি সম্পাদন করেন। মুক্ত মত প্রকাশের স্বাধীনতার অংশ হিসেবে দেশটির আদালত তাকে এ কাজের অনুমতি দেয়। তবে দেশটির পুলিশ কর্তৃপক্ষ এ ঘটনায় নিন্দা জানিয়েছে।

এ ঘটনায় মুসলিম দেশের পাশপাশি বিশ্বের অনেকগুলো দেশ ও সংস্থা নিন্দা জানিয়েছে। অনেক দেশ তাদের দেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূতকে তলব করে এর ব্যাখ্যা চেয়েছে। এ ঘটনায় আগামী সপ্তাহে মিটিং ডেকেছে ইসলামিক কোঅপারেশন সংস্থা ওআইসি।

বাংলাদেশ সময়: ২০:০৫:৪৭ ● ২১৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ