হতদরিদ্রের সংখ্যা শূন্যের কৌঠায় নামিয়ে আনব:প্রধানমন্ত্রী

Home Page » জাতীয় » হতদরিদ্রের সংখ্যা শূন্যের কৌঠায় নামিয়ে আনব:প্রধানমন্ত্রী
শনিবার ● ১ জুলাই ২০২৩


ফাইল ছবি- প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বঙ্গ-নিউজ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমার বাবা বাংলাদেশ স্বাধীন করেছেন। তার স্বপ্ন অনুযায়ী ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ হিসেবে গড়ে তোলাই আমার লক্ষ্য। দেশে কেউ হতদরিদ্র থাকবে না। বর্তমানে দেশে হতদরিদ্রের সংখ্যা ৫ শতাংশ। সেটা শূন্যের কৌঠায় নামিয়ে আনবে। আজ দুপুরে গোপালগঞ্জের কোটালীপাড়ায় এক অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, আমরা প্রত্যেকের জন্য জমি-ঘর ও কর্মসংস্থানের ব্যবস্থা করব। ইতোমধ্যে আমরা কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে ওষুধ দিচ্ছি। শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছি। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা দিয়ে যাচ্ছি।

যারা চায়নি আওয়ামী লীগ ক্ষমতায় আসুক, আওয়ামী লীগের মাধ্যমে দেশের উন্নতি হোক, মানুষ পেট ভরে খেতে পাক, শিক্ষা পাক, চিকিৎসা পাক তাদের কাছে আমার চ্যালেঞ্জ। আমি আমার বাবার ইচ্ছা পূরণ করব। মানুষের আর্থসামাজিক উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন করা, এটাই আমাদের লক্ষ্য।

বাংলাদেশ সময়: ২২:০০:১২ ● ২৩৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ