ঈদ উপলক্ষে ২৩ দিনে ১৭৯ কোটি ডলার রেমিটেন্স এসেছে বাংলাদেশে

Home Page » অর্থ ও বানিজ্য » ঈদ উপলক্ষে ২৩ দিনে ১৭৯ কোটি ডলার রেমিটেন্স এসেছে বাংলাদেশে
মঙ্গলবার ● ২৭ জুন ২০২৩


২৩ দিনে ১৭৯ কোটি ডলার রেমিটেন্স এসেছে বাংলাদেশে
বঙ্গনিউজঃ  ঈদুল আযহা উপলক্ষে রেমিটেন্স প্রবাহ বেড়েছে বাংলাদেশে। ঈদের আগে, বিদেশে থাকা বাংলাদেশিরা চলতি মাসের (জুন) প্রথম ২৩ দিনে ১৭৯ কোটি ডলার রেমিটেন্স পাঠিয়েছে।

জানা গেছে, জুনমাসের রেমিটেন্স-এর পরিমাণ ইতোমধ্যেই মে মাসের মোট পরিমাণ ছাড়িয়ে গেছে। মে মাসে রেমিটেন্স এসেছিলো ১৬৯ কোটি ডলার। এই প্রবণতা অব্যাহত থাকলে, জুন মাসের শেষে রেমিট্যান্স ২০০ কোটি ডলার ছাড়িয়ে যাবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বাংলাদেশ ব্যাংক সূত্র মতে, গত মার্চ মাসে রেমিটেন্স প্রবাহ ছিলো ২০২ কোটি ডলার, এপ্রিল মাসে ছিলো ১৬৯ কোটি ডলার। আর মে মাসে রেমিটেন্স-এর পরিমাণ ছিলো ১৬৯ কোটি ডলার।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, ঈদ উৎসবে মানুষ বেশি খরচ করে। ঈদুল আযহা উপলক্ষে অনেক প্রবাসী তাদের আত্মীয়-স্বজনের মাধ্যমে বাড়িতে তাদের কোরবানি করেন; তাই এ মাসে রেমিটেন্স প্রবাহ গতি পেয়েছে।

বাংলাদেশ সময়: ১০:১১:৩৫ ● ২৮১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ