সরকারি চাকরিজীবীদের ৫ শতাংশ বিশেষ বেতন দেওয়ার জন্য নির্দেশ

Home Page » জাতীয় » সরকারি চাকরিজীবীদের ৫ শতাংশ বিশেষ বেতন দেওয়ার জন্য নির্দেশ
সোমবার ● ২৬ জুন ২০২৩


ফাইল ছবি- প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বঙ্গ-নিউজ: বর্তমানে আপৎকালীন সময়ে সরকারি চাকরিজীবীদের বিশেষ বেতন (বিশেষ প্রণোদনা) দেওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  বাজেট সমাপনী আলোচনায় অর্থমন্ত্রীকে এ বিষয়ে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, আমাদের যারা সরকারি চাকরিজীবী আছে, তাদেরকে মূল বেতনের ৫ শতাংশ বিশেষ প্রণোদনা দেওয়ার জন্য অর্থমন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি।

আশা করছি অর্থমন্ত্রী এ বিষয়টি গ্রহণ করবেন। আমরা সরকারি চাকরিজীবীদের মূল বেতনের ৫ শতাংশ বিশেষ প্রণোদনা দেবো।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, একটা কঠিন সময়ে এবারের বাজেট দেওয়া হচ্ছে। দেশে-বিদেশে সব জায়গায় জিনিসপত্রের দাম বেশি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, স্যাংশন সব মিলিয়ে উন্নত দেশগুলো যেখানে হিমশিম খাচ্ছে, সেখানে আমরা বাজেট দিতে পেরেছি সেটাই বড় কথা।

বাংলাদেশ সময়: ২১:০৬:৪৯ ● ২৩৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ