রবিবার ● ২৫ জুন ২০২৩

আজ পদ্মা সেতুর এক বছর, টোল আদায় হয়েছে ৮০০ কোটি টাকা

Home Page » অর্থ ও বানিজ্য » আজ পদ্মা সেতুর এক বছর, টোল আদায় হয়েছে ৮০০ কোটি টাকা
রবিবার ● ২৫ জুন ২০২৩


ফাইল ছবি-পদ্মা সেতু

বঙ্গ-নিউজ: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এক বছরে পদ্মা সেতু থেকে প্রতিদিন ২ কোটি ১৮ লাখ টাকা টোল আদায় হয়েছে। এই এক বছরে যানবাহন চলেছে ৫৬ লাখ ৭৫ হাজারটি। আজ সেতুর এক বছর পূর্তি উপলক্ষে এ তথ্য জানান সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের আরও বলেন, ২৪ জুন রাত পর্যন্ত টোল আদায় হয়েছে ৭০০ কোটি ৯৮ লাখ ২৩ হাজার ৯৬ টাকা। আজ ২৫ জুন বিকেলের মধ্যে ৮০০ কোটিতে পৌঁছে যাওয়া কথা। পদ্মা সেতুতে প্রতিদিন গড়ে ২ কোটি ১৮ লাখ টাকা টোল আদায় হচ্ছে।

সেতুমন্ত্রী বলেন, ২৫ জুন ২০২২ থেকে ২৪ জুন পর্যন্ত পদ্মা সেতুতে যানবাহন চলেছে ৫৬ লাখ ৭৫ হাজারটি। দৈনিক গড়ে চলেছে সাড়ে ১৫ হাজার যানবাহন।

এ সময় পদ্মা সেতুর সংশোধিত ব্যয়ের হিসেবও দেন মন্ত্রী। তিনি বলেন, এখন পর্যন্ত পদ্মা সেতুর সংশোধিত ব্যয় ৩২ হাজার ৬০৫ কোটি টাকা।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, কোনো সরকার চিরস্থায়ী নয়, কিন্তু এ সেতু থেকে যাবে। সেতু সরকারের সম্পদ নয়। এটা জনগণের সম্পদ।

বাংলাদেশ সময়: ২০:২৭:২৮ ● ২২৮ বার পঠিত