আত্ন-মানবতার কল্যাণে আল-ওয়ালি ফাউন্ডেশনের যাত্রা শুরু

Home Page » বিবিধ » আত্ন-মানবতার কল্যাণে আল-ওয়ালি ফাউন্ডেশনের যাত্রা শুরু
বৃহস্পতিবার ● ২২ জুন ২০২৩


 সাজ্জাদ কামাল রিয়াদঃ আনুষ্ঠানিক ভাবে পহেলা জিলহজ্জ (২০ জুন, ২০২৩) যাত্রা শুরু করলো আত্ন-সামাজিক ও মানবতার কল্যাণে কার্যক্রমের উদ্দেশ্য Al-Walee Foundation। আনুষ্ঠানিক ভাবে ফাউন্ডেশনের কার্যক্রম শুরু করার আগে অসংখ্য আত্ন-সামাজিক কাজে অংশগ্রহণের দক্ষতা রয়েছে এই একগুচ্ছ সেচ্ছাসেবী এই তরুণ-তরুনীদের ফাউন্ডেশনের। সুদূর ফিলিস্তীনের মুসলিম জনগোষ্ঠীর উদ্দেশ্য ভালোবাসা উদারতা সরূপ মুসলিম কমনিটি ওয়েলফেয়ার ফান্ড নামে নগদ অর্থ ফিলিস্তিন এমবাসিতে প্রেরন থেকে শুরু করে রমজান ঈদে মুসলিম জনগোষ্ঠীর মাঝে ঈদের খুশি ভাগাভাগি সরূপ নতুন জামা প্রদান থেকে শুরু করে আর্থসামাজিক কর্মকাণ্ডের দক্ষতা থেকে এই ফাউন্ডেশন ভাবনা শুরু।

আল-ওয়ালি ফাউন্ডেশন
পরবর্তীতে আনুষ্ঠানিক ভাবে আল-ওয়ালি ফাউন্ডেশনের ধারাবাহিকতায় সুবিধাবঞ্চিত মো. আবদুল সামাদ (৬৭), পিতা- শাকির উদ্দিন, গ্রাম- বেটনা, থানা-হরিপুর, জেলা- ঠাকুরগাঁও। ওনার রিকশায় চড়ার সুবাদে তারা জানতে পারে ওনার দুই ছেলে এবং এক মেয়ে ওনার খোঁজ খবর নেননা যার ফলে ওনি ঢাকায় রিকশা চালাতেন, ওনার বয়স বিবেচনায় ফাউন্ডেশনের পক্ষ থেকে তারা দাঁড়িয়েছেন, ওনার আর্থিক সচ্ছলতা জন্য নগদ অর্থ প্রদান করার মাধ্যমে, ওনি ওনার গ্রামে একটি ছোট্ট দোকান শুরু করবেন যার মাধ্যমে ওনার পরিবারের সচ্ছলতা ফিরবে বলে ফাউন্ডেশনের ধারণা এবং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

বাংলাদেশ সময়: ২৩:৫৫:৩৩ ● ৩০৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ