সুদানের খার্তুমে বিমান হামলায় ৫ শিশুসহ নিহত ১৭

Home Page » জাতীয় » সুদানের খার্তুমে বিমান হামলায় ৫ শিশুসহ নিহত ১৭
শনিবার ● ১৭ জুন ২০২৩


সুদানের খার্তুমে বিমান হামলায় ৫ শিশুসহ নিহত ১৭

ডেস্ক রিপোর্টঃ    সুদানের দক্ষিণ খার্তুমে একটি বিমান হামলায় পাঁচ শিশুসহ ১৭ জন নিহত হয়েছে। শনিবার (১৭ জুন) দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে আল আরাবিয়া।

প্রতিবেদনে বলা হয়, স্বাস্থ্য বিভাগ সামাজিক মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, এদিন ইয়ারমুক জেলাকে বিমান হামলার লক্ষ্যবস্তু করা হয়েছিল। প্রাথমিকভাবে ১৭ জন নিহত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। তাদের মধ্যে পাঁচজন শিশু।

এছাড়াও বিমান হামলায় ২৫টি বাড়ি ধ্বংস হয়েছে বলে উল্লেখ করেছে স্বাস্থ্য বিভাগ।

বাংলাদেশ সময়: ১৬:৫৯:০২ ● ৩০২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ