বঙ্গ-নিউজ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিএনপি ভাল করেই জানে তারা ভোট পাবে না। তাদের খারাপ কর্মকাণ্ডের জন্য জনগণ তাদের চায় না। তাই নির্বাচন থেকে পিছু হটার বাহানা খুঁজছে বিএনপি। বিএনপি আসলে ভোট কারচুপির দল। ভোট ডাকাতি করা ছাড়া তারা ক্ষমতায় যেতে পারবে না।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। নির্বাচনে জনগণ যাকে ইচ্ছা তাকে ভোট দেবে। জনগণের ভোটে নির্বাচিতরা সরকার গঠন করবে। এটাই গণতান্ত্রিক ধারা, এ ধারা অব্যাহত থাকবে। সুইজারল্যান্ডের জেনেভায় হোটেল হিলটনে স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশিদের আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, অতীতে দেশের সম্পদ বিক্রি করার শর্ত মেনে রাষ্ট্রক্ষমতা দখল করেছিল বিএনপি। জনগণ তাদেরকে আর ক্ষমতায় চায় না। তাই বিএনপি জনগণের ভোট পায় না।
সরকার পতনে বিএনপির আন্দোলন প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, সরকার এত দুর্বল নয়। ১০ ডিসেম্বর নিয়েও হৈচৈ হয়েছিল, ওই দিন নাকি সরকারের পতন ঘটবে। কিন্ত আমরা এতটা দুর্বল নই যে, তারা আমাদের পতন ঘটাবে। আমাদের সঙ্গে জনগণ আছে। জনগণই হলো আমাদের মূল শক্তি।
তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, আমরা সম্পূর্ণ স্বাধীন নির্বাচন কমিশন গঠন করেছি, কিন্তু তারপর তত্ত্বাবধায়ক সরকারের দাবি করছে বিএনপি।