ঘূর্ণিঝড় ”বিপর্যয়’ ১৪০ কিমি বেগে আঘাত হানতে পারে

Home Page » এক্সক্লুসিভ » ঘূর্ণিঝড় ”বিপর্যয়’ ১৪০ কিমি বেগে আঘাত হানতে পারে
বুধবার ● ১৪ জুন ২০২৩


প্রতীকী ছবি-ঘুর্নিঝড় বিপর্যয় ১৪০ কিমি বেগে আঘাত হানতে পারে

বঙ্গ-নিউজ: আরব সাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় বিপর্যয় ১৪ জুন থেকে শুরু করে ১৫ জুন ভারতের গুজরাট ও পাকিস্তানের করাচী উপকূল এলাকার ওপর দিয়ে স্থলভাগে আঘাত হানতে যাচ্ছে। এ সময় ঘূর্ণিঝড়ের বাতাসের গতি থাকতে পারে ঘণ্টায় প্রায় ১৪০ কিলোমিটার। আবহাওয়া অধিদপ্তর সূত্রে এ খবর জানা গেছে।

এদিকে ক্ষয়ক্ষতি এড়াতে গুজরাটের দুটি উপকূলীয় জেলায় রেড অ্যালার্ট জারি করেছে ভারতের আবহাওয়া বিভাগ।

এনডিটিভির খবরে বলা হয়, ঝড়টি বর্তমানে ভারতের জাখাউ বন্দর থেকে ২৮০ কিলোমিটার এবং দেবভূমি দ্বারকা থেকে ২৯০ কিলোমিটার দূরে অবস্থান করছে। আগামীকাল সন্ধ্যা নাগাদ ঝড়টি গুজরাট ও করাচি উপকূলে আঘাত হানতে পারে।

খবরে আরও বলা হয়, গুজরাট উপকূল থেকে ইতোমধ্যে অন্তত ৩৫ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া অন্তত ৯৫টি ট্রেনের সূচি স্থগিত করা হয়েছে।

ঝড় শেষ না হওয়া পর্যন্ত জেলেদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে ভারত ও পাকিস্তানের কর্তৃপক্ষ।

ঘূর্ণিঝড় বিপর্যয় মোকাবেলায় বারবার বৈঠক করছেন ভারতের উচ্চপদস্থ কর্মকর্তারা। এ বিষয়ে খোঁজখবর রাখছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

বাংলাদেশ সময়: ২১:১১:২৭ ● ২৯৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ