বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের ঘটনাপ্রবাহ: ঢাকাকে চীনের সমর্থন

Home Page » জাতীয় » বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের ঘটনাপ্রবাহ: ঢাকাকে চীনের সমর্থন
বুধবার ● ১৪ জুন ২০২৩


চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন

বঙ্গ-নিউজ: চীন বলেছে, বাংলাদেশের সার্বভৌমত্ব এবং স্বাধীন অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতি বজায় রাখার ক্ষেত্রে তারা ঢাকার অবস্থানকে সমর্থন করে এবং এ বিষয়ে একসঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর ওপর মার্কিন নিষেধাজ্ঞা এবং ওয়াশিংটনের সঙ্গে ঢাকার সম্পর্কে টানাপোড়েন নিয়ে এক প্রশ্নের জবাবে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন এ কথা বলেছেন। বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান ঘটনাপ্রবাহের বিষয়ে চীনের এটাই প্রথম প্রকাশ্য প্রতিক্রিয়া।

বেইজিংয়ে বুধবার বিকেলে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে সরকার-নিয়ন্ত্রিত গ্লোবাল টাইমসের এক প্রতিবেদক বাংলাদেশ ইস্যুটি উত্থাপন করেন। ওই সাংবাদিক প্রশ্ন করেন- ‘সম্প্রতি আমরা লক্ষ্য করেছি, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়েকটি অনুষ্ঠানে বলেছেন যে র‌্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা তাকে অবাক করেছে এবং এই নিষেধাজ্ঞা হচ্ছে এক ধরণের খেলা। তিনি বলেছেন, যে কোনো দেশের সরকারকে হটিয়ে দেওয়ার ক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে। বাংলাদেশ নিষেধাজ্ঞাকে ভয় পায় না এবং তিনি অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন নিষেধাজ্ঞা প্রদানকারী দেশ থেকে যেন কিছু না কেনা হয়। এ বিষয়ে চীনের মন্তব্য কি?’

জবাবে মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেন, ‘আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক মন্তব্যগুলো লক্ষ্য করেছি। বস্তুতঃ নিজেদের বর্ণবাদী বৈষম্য, আগ্নেয়াস্ত্র সহিংসতা ও মাদকের বিস্তারের মতো সমস্যাগুলো উপেক্ষা করে একটি নির্দিষ্ট দেশ দীর্ঘদিন ধরে গণতন্ত্র ও মানবাধিকারের অজুহাতে বাংলাদেশ এবং আরও অনেক উন্নয়নশীল দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে।’

চীনা মুখপাত্র বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেবল বাংলাদেশি জনগণের দৃঢ় অবস্থানের কথা বলেননি, বরং তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের বড় অংশ, বিশেষত উন্নয়নশীল দেশগুলোর মনের কথা বলেছেন।’

তিনি আরও বলেন, ‘চীন ও বাংলাদেশ ঐতিহ্যগতভাবে বন্ধুপ্রতীম প্রতিবেশী। আমরা বাংলাদেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতা সুরক্ষা, স্বাধীন অভ্যন্তরীণ ও পররাষ্ট্রনীতি বজায় রাখা এবং নিজেদের জাতীয় বাস্তবতা অনুযায়ী উন্নয়নের পথ বেছে নেওয়াকে দৃঢ়ভাবে সমর্থন করি। আমরা সব ধরণের আধিপত্যবাদ ও ক্ষমতার রাজনীতির বিরোধিতায় এবং জাতিসংঘকেন্দ্রিক আন্তর্জাতিক ব্যবস্থা, আন্তর্জাতিক আইনভিত্তিক আন্তর্জাতিক শৃঙ্খলা, জাতিসংঘ সনদের নীতি-লক্ষ্যের ভিত্তিতে আন্তর্জাতিক সম্পর্ক পরিচালনার রীতি রক্ষায় এবং মানবজাতির অভিন্ন ভবিষ্যতের সমাজ নির্মাণে বাংলাদেশ ও অন্যান্য দেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছি।’

র‌্যাবের কয়েকজন বর্তমান ও অবসরপ্রাপ্ত কর্মকর্তার ওপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপের পর থেকে ঢাকার সঙ্গে ওয়াশিংটনের সম্পর্কে এক শীতলতা কাজ করছে। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে যুক্তরাষ্ট্র অবাধ, সুষ্ঠু নির্বাচনে বাধাদানকারীদের ওপর ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা দেওয়ায় টানাপড়েন আরও বেড়েছে। এদিকে তাইওয়ান, বাণিজ্য ও অন্যান্য ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনেরও বিরোধ চলছে। এই পরিস্থিতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশে মার্কিন নীতি নিয়ে তাদের অবস্থান জানাল। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের টুইটার অ্যাকাউন্টেও বক্তব্যের সারাংশ পোস্ট করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০:৩৮:০৯ ● ২৩৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ