রঙে ভরা আমার ব্যাংকিং জীবন: ২৯৪ তম পর্ব -ছুটি নিয়ে ছুটাছুটি -৬; জালাল উদ্দীন মাহমুদ

Home Page » সাহিত্য » রঙে ভরা আমার ব্যাংকিং জীবন: ২৯৪ তম পর্ব -ছুটি নিয়ে ছুটাছুটি -৬; জালাল উদ্দীন মাহমুদ
বুধবার ● ১৪ জুন ২০২৩


জালাল উদ্দীন মাহমুদ
তাহমিনাকে নিয়ে লজ্জাকর কাহিনি -১
আগেই বলেছি বাড়ি করার ঋণ পেয়েছে তাহমিনা কিন্তু তার ছুটি মিলছে না। দাঁত ব্রাশ করার অধিকার পেয়েছে, কিন্তু কুলি করার অধিকার পায়নি সে। মূল গল্প শুরু করার আগে পটভূমিটা সংক্ষেপে আবার একটু জানিয়ে রাখি।

এক সময় তাহমিনা বাড়ি থেকে ছুটির দরখাস্ত পাঠানো শুরু করল। এক এক দিন এক এক অজুহাত দেখাত। অর্থাৎ ছুটির দরখাস্তটা কনস্টান্ট আর কারণটাই শুধ্ ভ্যারিয়েবল। বিষয়টি এক সময় ম্যানেজারের নজরে গেল। উনি আমাকে স্রেফ জানিয়ে দিলেন বাড়ি থেকে সকাল বেলা ছুটির দরখাস্ত সে যেন আর না পাঠায়। জরুরী হলে আগের দিন ছুটি মঞ্জুর করিয়ে নিয়ে তারপর ছুটিতে যেতে হবে। আমি তাহমিনাকে যথারীতি ম্যানেজার সাহেবের এ নির্দেশনাটা জানিয়ে দিলাম। সে ছিল তখন একমাত্র লেজার কিপার। তাই ছুটির দরখাস্ত দিলেও তা ম্যানেজার কর্তৃক প্রায়ই প্রত্যাখ্যাত হতো । তার পাওনা ছুটিও বোধহয় শেষ হয়ে এসেছিল। ম্যানেজার সাহেবের এ নির্দেশনা শোনার পর বাসায় থেকে ছুটির দরখাস্ত পাঠানো থেকে পারতপক্ষে সে বিরত থাকল। কিন্তু একদিন….. হ্যাঁ সেই একদিনের কথাই এখন বলতে চাই।
(চলবে ।

।।। অনিবার্য কারনে রঙে ভরা আমার ব্যাংকিং জীবনের ৪র্থ খন্ড এর প্রকাশ সাময়িক ভাবে স্থগিত থাকবে।।।

বাংলাদেশ সময়: ১০:৫৫:২১ ● ৩৬২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ