চিকিৎসকদের বিক্ষোভ, বিএসএমএমইউ ভিসি অবরুদ্ধ

Home Page » এক্সক্লুসিভ » চিকিৎসকদের বিক্ষোভ, বিএসএমএমইউ ভিসি অবরুদ্ধ
মঙ্গলবার ● ১৩ জুন ২০২৩


বিএসএমএমইউ এর ভিসি অবরুদ্ধ ,চিকিৎসকদের বিক্ষোভ

বঙ্গ-নিউজ: আজ সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সি ব্লকের সামনে থেকে বিক্ষোভ শুরু করেন পাঁচ শতাধিক চিকিৎসক। পরে বিক্ষোভকারীরা ভিসি ভবনে অবস্থান নিলে কার্যালয়ে অবরুদ্ধ হয়ে পড়েন ভিসি। তিনদফা দাবিতে বিক্ষোভ করছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চিকিৎসকরা।

মাসিক ভাতা ৫০ হাজার টাকা করা, বকেয়া ভাতা পরিশোধ এবং ভাতা নিয়মিত প্রদানের দাবিতে বিক্ষোভ করছেন বিএসএমএমইউ’র চিকিৎসকরা।

চিকিৎসকরা বলেন, বর্তমানে বাজার মূলের যে অবস্থা তার সঙ্গে সামঞ্জস্য রেখে মাসিক ভাতা বৃদ্ধি করতে হবে। চিকিৎসকদের ভাতা বকেয়া পড়েছে, তাছাড়া ভাতা নিয়মিতও দেওয়া হয় না। এটা স্বাস্থ্যখাতের জন্য লজ্জার বিষয়।

চিকিৎসকরা আরও বলেন, সবাই আশার বাণী শোনান। কিন্তু কেউ কোনো কার্যকর পদক্ষেপ নেন না।

দাবি আদায় না হওয়া পর্যন্ত চিকিৎসকরা অবস্থানের ঘোষণা দেন। বর্তমানে উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের কার্যালয়ের সামনে অবস্থান করছেন চিকিৎসকরা।

বাংলাদেশ সময়: ২০:২৮:০৬ ● ৩১৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ