মধ্যনগর ও ধর্মপাশায় বঙ্গবন্ধু জাতীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

Home Page » শিশু-কিশোর » মধ্যনগর ও ধর্মপাশায় বঙ্গবন্ধু জাতীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
রবিবার ● ১১ জুন ২০২৩


মধ্যনগরে বঙ্গবন্ধু জাতীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সাজেদা আহমদ, বিশেষ প্রতিনিধি, বঙ্গনিউজ :
মধ্যনগর ও ধর্মপাশা উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার(১০ জুন) বিকেলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় ধর্মপাশা উপজেলা প্রশাসনের আয়োজনে একই সময়ে মধ্যনগর ও ধর্মপাশা দুটি উপজেলায় বালক (অনুর্ধ-১৭) টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয়ের মাঠে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। এরপর টুর্নামেন্টের ভার্চ্যুয়ালি শুভ উদ্বোধন ঘোষণা করেন মধ্যনগর উপজেলায় অতিরিক্ত দ্বায়িত্বপ্রাপ্ত ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা শীতেষ চন্দ্র সরকার। শিক্ষক ও ক্রীড়া ব্যক্তিত্ব শামীউল কিবরিয়া তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত উপস্থিত ছিলেন বংশীকুন্ডা দক্ষিণ ইউপি চেয়ারম্যান রাসেল আহমদ, বংশীকুন্ডা উত্তর ইউপি চেয়ারম্যান নুরনবী তালুকদার, উপজেলা সমবায় কর্মকর্তা শরীফ আহমদ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মেহেদী হাসান,উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ তৌহিদ মিয়া,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহ আলম, মধ্যনগর থানার এএসআই আজিম উদ্দিন, স্বাস্থ্য বিভাগের এইচএ সুরঞ্জন সরকার সহ স্থানীয় গণমাধ্যম কর্মীবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন দল ও বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন দল অংশ গ্রহণ করে।
উদ্বোধনী ম্যাচে ২০ মিনিট করে ৪০ মিনিটের খেলায় বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন দল ২-০ গোলে বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন দলকে হারিয়ে জয় লাভ করে।
খেলা পরিচালনা ও সার্বিক দায়িত্বে ছিলেন বংশীকুন্ডা কলেজের সিনিয়র প্রভাষক দেলোয়ার হোসেন। সহযোগিতায় ছিলেন বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক রায়হান মিয়া ও সিনিয়র শিক্ষক সুরঞ্জিত দেবনাথ।রেফারির দ্বায়িত্ত্ব পালন করেন তরুন ক্রীড়া সংগঠক মলয় তালুকদার মিঠু।
এবারই প্রথম নবগঠিত মধ্যনগর উপজেলার দুইটি গ্রুপে চারটি ইউনিয়ন এ টুর্নামেন্টে অংশ গ্রহণ করছে।আগামীকাল রবিবার ( ১১জুন) মধ্যনগর ইউনিয়ন দল ও চামরদানী ইউনিয়ন দলের মধ্যকার খেলা মধ্যনগর মাঠে অনুষ্ঠিত হবে।
অপরদিকে ধর্মপাশা উপজেলায় টুর্নামেন্টের  উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন। আজ শনিবার (১০জুন) বিকেলে ধর্মপাশা জনতা উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) শীতেষ চন্দ্র সরকার।শুভেচ্ছা বক্তব্য দেন জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, ধর্মপাশা সদর ইউপি চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ অলিদুজ্জামান, ধর্মপাশা সার্কেল অফিসার আলী ফরিদ আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না, সুখাইর রাজাপুর দক্ষিণ ইউপি চেয়ারম্যান মোকাররম হোসেন, পাইকুরাটি ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক ইকবাল, মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউপির প্যানেল চেয়ারম্যান দিলোয়ার হোসেন, ধর্মপাশা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য এম এম এ রেজা পহেল। অনুষ্টিত ম্যাচটির ধারাভাষ্যকার ছিলেন শিক্ষক ঝিনুক শংকর দিপু ও শিক্ষক নুরুল ইয়াহিয়া শাহিন। খেলা পরিচালনা করেন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য পাখি চন্দ্র সিংহ।
উদ্বোধনী ম্যাচে জয়শ্রী ইউনিয়ন পরিষদকে ৭-০ গোলে হারিয়ে ধর্মপাশা সদর ইউনিয়ন পরিষদ জয় লাভ করে।
ধর্মপাশা উপজেলায় দুইটি গ্রুপে ছয়টি ইউনিয়ন টুর্নামেন্টে অংশ গ্রহণ করছে। আগামীকাল রবিবার(১১জুন) পাইকুরাটি ইউনিয়ন দল বনাম সেলবরষ ইউনিয়ন দল বাদশাগঞ্জ খেলার মাঠে এবং সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন দল বনাম ধর্মপাশা সদর ইউনিয়ন দল ধর্মপাশা জনতা উচ্চ বিদ্যালয় মাঠে মুখোমুখি হবে।

ধর্মপাশায় বঙ্গবন্ধু জাতীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

বাংলাদেশ সময়: ১:৪৬:৪৮ ● ৫৫২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ