২৬ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে মোংলা চীনা জাহাজ

Home Page » জাতীয় » ২৬ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে মোংলা চীনা জাহাজ
শনিবার ● ১০ জুন ২০২৩


কয়লা নিয়ে মোংলা বন্দরে পৌছায় চীনা জাহাজ এমভি জে হ্যায়।

বঙ্গ-নিউজ: বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের জন্য কয়লা এসে পৌঁছেছে বাংলাদেশে।  আজ সকালে ২৬ হাজার ৬২০ মেট্রিক টন কয়লা নিয়ে মোংলা বন্দরে পৌছায় চীনা জাহাজ এমভি জে হ্যায়।

এর আগে ২১ মে ইন্দোনেশিয়া থেকে কয়লা নিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা করে জাহাজটি।

বিষয়টি নিশ্চিত করেছেন ‘জে হ্যায়’র স্থানীয় শিপিং এজেন্ট টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেডের খুলনা বিভাগের সহকারী ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক। তিনি বলেন, শনিবার ভোর ৫টার দিকে কয়লাবাহী জাহাজটি বন্দরে পৌঁছায়। এখন জাহাজ থেকে কয়লা খালাস ও পরিবহনের কাজ চলছে।

এর আগে গত ১৬ মে ৩০ হাজার মেট্রিক টন এবং ২৯ মে ৩০ হাজার ৫০০ মেট্রিক টন কয়লা রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের জন্য এসেছিল।

তবে কয়লার সংকটের কারণে গত ৫ জুন থেকে দেশের সবচেয়ে বড় তাপবিদ্যুৎকেন্দ্র পায়রা এবং ৯ জুন থেকে বাঁশখালীতে অবস্থিত এস আলম গ্রুপের বিদ্যুৎকেন্দ্র বন্ধ রয়েছে।

বাংলাদেশ সময়: ২০:০৯:৫৩ ● ২২৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ