রাজনীতির রহস্য পুরুষ খ্যাত সিরাজুল আলম খান আর নেই

Home Page » জাতীয় » রাজনীতির রহস্য পুরুষ খ্যাত সিরাজুল আলম খান আর নেই
শুক্রবার ● ৯ জুন ২০২৩


সিরাজুল আলম খান

বঙ্গ-নিউজ: রাজনীতির রহস্য পুরুষ খ্যাত সিরাজুল আলম খান আর নেই। চলে গেলেন বাংলাদেশের রাজনীতিতে ‘রহস্য পুরুষ’ হিসেবে পরিচিত ছিলেন তিনি।। আজ দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। গতকাল রাত থেকে তিনি লাইফ সাপোর্টে ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক। তিনি বলেন, গতকাল থেকে তিনি লাইফ সাপোর্টে ছিলেন। আজ দুপুর আড়াইটার দিকে তিনি মারা যান।

সিরাজুল আলম খান গত ৭ মে থেকে শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ২০ মে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ১ জুন তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছিল।  ৮২ বছর বয়সী এই রহস্য পুরুষ উচ্চ রক্তচাপ, ফুসফুসে সংক্রমণ, শ্বাসকষ্টসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।

উল্লেখ্য, ষাটের দশকের প্রথম দিকে সিরাজুল আলম খান ও কয়েকজন ছাত্রলীগ নেতার উদ্যোগে স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ বা স্বাধীনতার নিউক্লিয়াস গঠিত হয়। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তার গুরুত্বপূর্ণ অবদান ছিল।

বাংলাদেশ সময়: ২০:০০:০০ ● ২৮৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ